দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর এই গর্বিত সদস্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। কক্সবাজারের চকরিয়ার দুলহাজরায় যৌথবাহিনীর অভিযান চলাকালে ডাকাতরা তানজিম সারোয়ারকে নির্মমভাবে হত্যা করেছে। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়।
আনুমানিক ভোর ৪ টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চলাকালের সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনাটহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ওই দলের কয়েকজনকে তাড়া করেন। তখন বিশৃঙ্খলাকারী সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের ঘাড়ে ছুরিঘাত করলে তিনি গুরুতর আহত হন। অবস্থা গুরুতর হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মানুষঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন।
তাঞ্জিম সারোয়ার নির্জন ৮২ তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। মেধাবী এইতো তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২ তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে কমিশন লাভ করেন।
তার এমন বিদায়ের শোকাহত হয়ে পড়েছেন পুরো দেশবাসী। ফেসবুকে দুঃখ ভাবাক্রান্ত হয়ে অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন। দুঃখ প্রকাশের পাশাপাশি অনেকে তানজিমের সাহসিকতার বিষয় সামনে এনে প্রশংসায় ভাসাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছেন এবং চিরদিন থাকবেন। জয় বাংলাদেশ সেনাবাহিনী। সবার জন্য শুভকামনা রইল।
সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশের ফুটবলার
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনী।