ক্যামেরাম্যান শিশু মোহাম্মদ ফয়সাল

কক্সবাজারের সন্তান শিশু মোহাম্মদ ফয়সালের ৮-১২ মধ্যে হবে। ছেলেটি মাদ্রাসায় পড়ে। এই বয়সেই পর্যটকদের ছবি তুলে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করে সে। ফয়সাল প্রতিদিন আয় করে ২০০ টাকা। সমুদ্র কন্যা কক্সবাজারে গিয়েছিলেন কৃষি সাংবাদিকতায় বিপ্লব নিয়ে শায়েখ সিরাজ এবং তার দল। সমুদ্র তীরে আরো কয়েকজন শিশুসহ খেলায় মেতে থাকা ফয়সাল তাদের দিকে এগিয়ে গেলেন। মোবাইলে ছবি তোলার সময় তাদেরকে বললেন এক্সপোজার চেঞ্জ করে তুললে আরো ভালো হবে।

বাচ্চা ছেলের কথা শুনে অবাক হলেন শায়েখ সিরাজ। তাকে জিজ্ঞেস করলেন  তুমি কিভাবে জানলা? তুমি কি ছবি তোলো? দেখি আমাদের তুলে দাও। মোবাইল হাতে তুললো  শিশু ফয়সাল। মুখে হাসি দিয়ে পোজ দিতে বললেন একে একে সবাইকে। ভিডিও করলো সে মোবাইল দিয়ে। সবার ওই আক্কেল গুরুম এই ছেলে করেছে কি? সত্যিই অসাধারণ তার ক্যামেরা ফ্রেম এবং ফটোগ্রাফির সেন্স। শায়েখ সিরাজ নিজের ক্যামেরাম্যানের ভিডিও আর ফয়সালের ভিডিও তুলনা করলেন। তারপর দেখলেন পিচ্চিটারটাই ভালো হয়েছে।

বিদায় নেওয়ার সময় খুশি হয়ে সিরাজ শিশু মোহাম্মদ ফয়সালকে কিছু পুরস্কার দিয়েছে।

যমুনা টিভি কেন জনপ্রিয়তার  শীর্ষে

যে অভ্যাসের কারনে মানুষের হায়াত কমে যায়

 ফুটবলার সাদিও মানের পরিচয়

Leave a Comment