তিব্বতের উপর দিয়ে প্লেন উড়তে পারেনা কেন?

তিব্বত বিখ্যাত হয়েছে এর সুউচ্চ পাহারের জন্য। ৬ থেকে শুরু করে ৮ হাজার মিটারের চাইতেও উচ্চতা সম্পন্ন এখানকার পাহাড়গুলো। একটি বাণিজ্যিক বিমান সাধারণত ভূমি থেকে ৮ হাজার মিটার উপর দিয়ে চলাচল করে। তিব্বতের পাহাড়গুলো এর চেয়ে উঁচু হওয়ার কারণে প্লেনের কাছে পাহাড়গুলো দেওয়ালের মতো বাধা হয়ে দাঁড়ায়। আমাদের বায়ুমন্ডলে পাঁচটি স্তরের মধ্যে পৃথিবী থেকে সবচেয়ে কাছের স্তরটি হলো পৃথিবীর সাত মাইল উপরে অবস্থিত ট্রপোস্ফিয়ার। বায়ুমন্ডলের মোট গ্যাসীয়  ভরের প্রায় ৮০ % ধারণ করে এই ট্রপোস্ফিয়ার। ফলে এখানে বায়ুর চাপ সবচেয়ে বেশি।

অন্যদিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৫ মাইল এর বেশি। এর জন্য বিমান চলতে হলে এই দুই স্তরের মাঝে অর্থাৎ পাঁচ থেকে সাত মাইলের ভেতরে চলতে হয়। অক্সিজেনের পরিমাণ কম হয় এর বেশি উচ্চতায় বিমান চলতে পারে না। মাটি থেকে যত উপরে ওঠা যায়, বাতাসের ঘনত্ব ততই কমতে থাকে। কমে যায় অক্সিজেনের পরিমাণ। তখন বাতাস থেকে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায় না।

বর্তমান সময়কার আধুনিক জেট এয়ারলাইন্স গুলো প্রায় ৪০ হাজার ফুট উচ্চতায় উড়ে। এত উচ্চতায় চলার মূল কারণ হলো, বাতাসের ঘনত্ব কম থাকায় কম তেলেই অনেক দূর যাওয়া যায়, ফলে খরচ কমে যায়। অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে জেট প্লেনের ভিতরে কৃত্রিম এক ব্যবস্থা আছে, যার মাধ্যমে বাহিরের বাতাসের চাপ যত কমই হোক না কেন, ভেতরের সবসময়ই বাতাসের চাপ এবং অক্সিজেন ঘনত্ব ধরে রাখা হয়। কোনো কারণে এই সিস্টেম লিক হয়ে গেলে তখন প্রয়োজন হয় অক্সিজেন মাস্কের।

তিব্বত মূলত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। রাজধানীর নাম লাসা তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা ১৬০০ ফুট, যে কারণে এই অঞ্চলকে পৃথিবীর ছাদ বলা হয়। এখানকার অধিকাংশ মানুষই বৌদ্ধ  ধর্মাবলম্বী। ১৯৫০ সালে চীন তিব্বতকে নিজেদের অধিকার নিয়ে নেয়। এর নয় বছর পর ১৯৫৯ সালে চীনা দখলদারের বিরুদ্ধে সেখানে এক বড় অভ্যুত্থান হয়েছিল। স্বাধিকার আন্দোলন ব্যর্থ হলে দালাই লামা এবং হাজার হাজার তিব্বতিকে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে হয়। চীনের তীব্বতে আবহাওয়া এবং জলবায়ু কারণে প্লেন সেখান থেকে উঠতে পারেনা। এছাড়াও এর প্রধান কারণ রয়েছে তিব্বতের বড় বড় পাহাড়।

সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন দেশে?

সেনাবাহিনী তানজিম সারোয়ারের পরিচয় ও তার সাথে ঘটে যাওয়া মরমান্তিক ঘটনা।

Leave a Comment