কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর  King Fahad International Airport 

সৌদি আরবের এই বিমানবন্দর এত বিশাল যে এর শেষ দেখা যায় না। চার থেকে পাঁচটি শহরের মানুষ এখানে বসতি স্থাপন করতে পারবে। বিমানবন্দরটির নাম কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিশ্বের বৃহত্তম এই ইয়ারপোর্ট দিয়ে কোটি কোটি যাত্রী যাতায়াত করে। স্পেশাল বিমানবন্দর টি ৭৭৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সৌদির দাম্মামে অবস্থিত এই বিমানবন্দরের পুরোটা একদিনে ঘুরে দেখা সম্ভব না।

কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হয়েছিল ১৯৮৩ সালে। ১৬ বছর পর ১৯৯৯ সালে নির্মাণ কাজ শেষ হয়। সৌদি সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত তারা অন্তত ৩ হাজার জন পাইলটকে প্রশিক্ষণ করাতে চায়। এখানে বিমানগুলো ওঠানামা করার জন্য রয়েছে বিশাল দুটি রানওয়ে। বিশ্বের আর কোন আন্তর্জাতিক বিমানবন্দরে এই সুবিধা নেই। মালবাহী ও যাত্রী বাহী দু ধরনের বিমানই ওঠা- নামা করে প্রতিনিয়ত এই বিমানবন্দরে। মরুর বুকে এক বিস্ময়। বাংলাদেশের কয়টি ইন্টারন্যাশন্যাল এয়ারপোট আছে কমেন্টে জানাবেন।

এরিকসন স্কাইক্রেন হেলিকপ্টার

সকল জাহাজের রাজা বোকা ভ্যানগার্ড

Leave a Comment