মোবাইল ফোন আমরা সবাই ব্যবহার করে থাকি। এক্ষেত্রে মোবাইলের চার্জ নিয়ে নানা ভোগান্তিতে পড়েন সবাই । মোবাইলের ব্যাটারি ভালো রাখতে কিছু বিষয় ফলো করুন বা মেনে চলুন।
অধিকাংশ মানুষ মোবাইলের চার্জ ১০০% পারসেন্ট না হওয়া পর্যন্ত চার্জাার খোলেন না। তবে বিশেষজ্ঞরা বলেন, মোবাইলের ব্যাটারি ৮০ থেকে ৮৫ শতাংশ চার্জ হওয়াই ভালো। নিয়মিত ফুল চার্জে ব্যাটারিরর কেমিক্যালের কার্যক্ষমতা কমে যায়। আবার অনেকে ঘুমানোর সময় সারা রাত ফোনে চার্জ দিয়ে রাখবেন। এতে ব্যাটারির ক্ষয় হয় সবচেয়ে বেশি। অনেকের আবার মোবাইল টিপতে টিপতে চার্জ পুরোপুরি শেষ করে ফেলেন।
ব্যাটারির শক্তি একেবারে শেষ হওয়ার পর চার্জ দিলে ব্যাটারির রাসায়নিক ভারসাম্যহিন তৈরি হয়। ফলে ব্যাটারির মেয়াদ কমে যায়। এজন্য চার্জ পুরো শেষ হওয়ার আগেই চার্জার প্লাগ ইন করুন। ফোন ব্যবহার না করলেও একাধিক অ্যাপ ফোনের ব্যাকগ্রাইন্ডে চলতে থাকে যা দ্রুতই চার্জ শেষ করে দেয়। এজন্য ফোন ব্যবহার শেষে যে কোনো অ্যাপ ক্লোজ করে দিতে হবে। যে অ্যাপগুলো ব্যবহার করছেন না লোকেশন সার্ভিস অফ করে দিন। জিপিএস ট্যাক না করলেও ব্যাটারি বাঁচে মোবাইলের ডেটা ওয়াইফাই এর তুলনায় অনেক শক্তি খবচ করে।
সম্ভব হলে সেলুলার ডেটার পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করুন। অটোমেটিক আপডেট স্কিন ব্রাইটনেস কম রাখা অটো লক এবং ব্লুটুথ অফ রাখার মতো ছোট ছোট বিষয় মাথায় রাখলেও ব্যাটারি বাচাতে পারবেন।
প্রতিদিন সকালে যে অভ্যাসগুলো মেনে চলবেন?