একজন দ্বীনদার মেয়ের চেনার উপায় This is the way to know a pious girl

১। দ্বীনদার মেয়েরা খুবই ভদ্র হয়, তাদের স্বভাব হয় কোমল।

২। একজন দ্বীনদার মেয়ে প্রয়োজন ছাড়া কখনো বাহিরে বের হয় না।

৩। তারা সবসময় নিজেকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করে।

৪। দ্বীনদার মেয়েদের স্বভাব হয় কোমল হৃদয়ের।

৫। দ্বীনদার মেয়েরা খুবই কম কথা বলে। প্রয়োজন ছাড়া কথা না বলা।

৬। দ্বীনদার মেয়েরা সবসময় দ্বীনের কাজে নিজেকে ব্যস্ত রাখে। তাদের মাঝে থাকে সততা, সচ্ছতা, নিরহঙ্কার। 

৭। দ্বীনদার মেয়েরা খুবই মিশুক হয় কিন্তু তারা একা থাকতে পছন্দ করে।

৮। তারা অন্যকে সাহায্য করতে খুবভালো বাসে তাদের মধ্যে থাকে সেবিকার মনোভাব।

৯। দ্বীনদার মেয়েরা বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে।

১০। তাদের মন হয় উদার মনের, মানবিক ও ধৈর্যশীল।

১১। তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলেনা।

১২। একজন দ্বীনদার মেয়ে রবের সন্নিধ্য পাওয়ার আশায় নিজেরে সবকিছুই  উৎসর্গ করে দেয়।

আপনারা যদি কোনো মেয়ের মধ্যে এই বিষয়গুলো দেখতে পান তাহলে বুঝবেন মেয়েটি দ্বীনদার ও আল্লাহ প্রেমিক।

তিব্বতের উপর দিয়ে প্লেন উড়তে পারেনা কেন?

কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর  King Fahad International Airport 

পাঁচটি গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন

Leave a Comment