২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।

২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিক করা মেসি খেলতে চান আরও একটা বিশ্বকাপ। মেসি বলেন, আমি জানি, মানুষ আমাকে ভালোবাসে, এই জার্সি পরে কোথাও গেলেই  আমার নামে রব ওঠে। মেসির জন্যও দলের দরজা খোলা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপের আসর বসবে আমেরিকায়। ইন্টার মায়ামিতে খেলা মেসি আমেরিকার আবহাওয়ায় নিজেকে অনেক আগেই মানিয়ে নিয়েছেন। তাছাড়া মেসি এখনও আর্জেন্টিনার আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন।

বার্সেলোনার ক্যাম্প ল্যু থেকে সান্তিয়াগো বার্নাব্যু, স্তদ দি ফ্রান্স থেকে ওয়েম্বলির সবুজে-ছোট দুটি পায়ে মেসি যা রচনা করেছেন, সেগুলোকে রপকথা ছাড়া আর কি বলা হয়। তবে মুদ্রার উল্টোপিঠ তাঁকেও দেখতে হয়েছে। ব্যক্তিগত সবধরণের অর্জন থাকার পরও তাঁকে শত সমালোচনা শুনতে হয়েছে। দীর্ঘ ২৮ বছর আর্জেন্টিনা ভক্তরা দুক্ষের সাগরে নিমজ্জিত ছিল। পর পর তিনটা মেজর টুর্নামেন্টের ফাইনালে হেরে অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন মেসি। কিন্তু পরাজিত হয়ে চলে যাওয়ার জন্য তাঁর জন্ম হয়নি। মেসি ফিরে এলেন, যেভাবে আর কেউ ফিরতে পারেনি। ট্রফি খরায় আটকে থাকা একটা দলকে সবধরনের ট্রফিই জিতিয়েছেন তিনি। ভাঙনের দারপ্রান্তে পৌছানো আর্জেন্টিনাকে এক সুতোয় গেথে যেন রণাঙ্গলে নেমেছিলেন।

সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বাংলাদেশের ফুটবলার

মাহমুদউল্লাহ রিয়াদের বিদায় Farewell to Mahmudullah Riyad

আবরার ফাহাদ এর পরিচয় The identity of Abrar Fahad বুয়েটিয়ান।

Leave a Comment