ভালোবাসা মানে, আমি তাকেঁ স্মরণ করলে, তিনিও আমাকে স্মরণ করবেন। (সূরা বাক্বারাহ: ১৫২ )। ভালোবাসা মানে, আমি তাঁর দিকে এক বিঘত এগিয়ে গেলে, তিনি আমার দিকে এক হাত এগিয়ে আসেন। (সহিহ বুখারী: ৭৪০৫)। ভালোবাসা মানে, আমি তার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হলে তিনি আমার দিকে দৌড়িয়ে এগিয়ে আসেন। (সহিহ বুখারী: ৭৪০৫)
ভালোবাসা মানে, আমি তাঁর সামনে পাহাড় সমান ভুলত্রুটি নিয়ে দাড়াঁলে তিনি আমার দিকে আকাশ সমান অনুগ্রহের ছায়া নিয়ে হাজির হোন। (সুনানে তিরমিজি: ৩৫৪০ দ্রষ্টব্য )। ভালোবাসা বলতে কেবল সেই মহিমাময় রবের দয়া, অনুগ্রহ, ক্ষমা কিংবা তাঁর সকল মহানুভবতাকেই বোঝায়। এই ধোঁকাময় দুনিয়ায় আপনি যখন লোকদের ভালোবাসার প্রতিদান হিসেবে চরম লাঞ্ছনা,প্রতারণা কিংবা ধোঁকার শিকার হয়েছেন অনবরত।
তখন একবার সেই রবের ভালোবাসায় সাড়া দিয়ে দেখুন। জগতের সমস্ত তুচ্ছ আবেগ কাটিয়ে একটিবার সেই রবের হয়েই দেখুন না। সেই রবের মহানুভবতার মাঝে একটিবার হারিয়ে গিয়ে দেখুন। নতুন এক আপনাকে খুঁজে পাবেন।