নিজ লক্ষ্যে পৌছানোর শক্তি

জীবনের প্রতিটি লড়াইয়ে জয়ী হওয়ার শক্তি। আপনি  জানেন তো এই জীবনটা একটা যুদ্ধ ক্ষেত্র। প্রতিদিন আপনার সামনে একটা নতুন  লড়াই দাঁড়িয়ে থাকে। আর এই লড়াইটা শুধুমাত্র আপনার একার। আপনি যদি আপনার স্বপ্নের জন্য সত্যিই লড়তে চান তাহলে আপনাকে একাই সেই পথে হাঁটতে হবে। একাই সেই লড়াইটা করতে হবে। অনেকেই আপনাকে বলবে, এটা সম্ভব নয়। আপনি পারবেন না। আর এইসব কথাই আপনার মনে সন্দেহ তৈরি করবে, ভয় ধরাবে। কিন্তু আপনি তো জানেন স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে ভয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। আপনার এই ভয় আপনার বড় শক্তি হয়ে উঠতে পারে।  ভয় কে জয় করতে পারলে আপনি যা চাইবেন তাই পাবেন।

স্বপ্নের পেছনে ছোটার পথে সবচেয়ে বড় বাধা হলো ব্যর্থতার ভয়। কিন্তু আপনি একবার ভাবেন, যে যুদ্ধে নামতে সাহস রাখে তার জন্য সফলতা অপেক্ষা করে। আপনি শুধু আপনার নিজের ওপর বিশ্বাস রাখবেন বাকিটা নিজেই হয়ে যাবে। আপনি কি জানেন সব সফল মানুষের জীবনেই হাজারো ব্যর্থতা ছিল। তারা একের পর এক  হেরে গিয়েছে কিন্তু প্রতিবার  চেষ্টা চালিয়েছে। কারন তারা জানত যেদিন তারা থেমে যাবে সেদিন তাদের স্বপ্নও থেমে যাবে, আর এই জন্যই তারা থামেনি। আপনি যদি প্রতিদিন একটুখানি করেও এগোতে থাকেন আপনি দেখবেন, আপনার স্বপ্ন ধীরে ধীরে সত্যি হতে শুরু করবে।আপনি যদি নিজের লক্ষ্যটাকে সামনে রাখেন তবে অন্য কোন কিছু আপনার জন্য বাধা হতে পারবে না।

 দেখুন একজন সিংহ যখন শিকার ধরে তখন সে কিন্তু অন্য কিছু ভাবে না। সিংহের কাছে সেই মুহূর্তে শুধু একটা জিনিস গুরুত্বপূর্ণ তা হলো তার শিকার। আপনিও ঠিক সে রকম আপনার লক্ষ্য নিয়ে এগিয়ে যান। যাই হোক না কেন, যে বাধা আসুক না কেন, আপনি যদি আপনার চোখের সামনে আপনার লক্ষ্যটা ধরে রাখেন তাহলে আপনি নিজেই দেখবেন আপনি কেমন করে সবকিছু পার করছেন। যারা আপনার পেছনের কথা বলছে, যারা আপনাকে নিয়ে সন্দেহ করছে তাদের কথা ভাববেন না। তাদের কাজ হল কথা বলা। আর আপনার কাজ হল নিজের স্বপ্নকে সত্যি করা। আপনি এই পৃথিবীকে দেখিয়ে দিবেন আপনি কি করতে পারেন।

পরিশ্রমী হন, অন্যের উপর নির্ভরশীল না

খারাপ বন্ধু থেকে দূরে থাকার উপায়

সফল হতে কি দরকার? প্রতিভা নাকি পরিশ্রম?

Leave a Comment