উত্তর: হিন্দু সমাজে বহুপ্রাচীনকাল থেকে প্রচলিত স্বামীর মৃত্যুর পর মৃত স্বামীর সাথে বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারার প্রথাকে সতীদাহ প্রথা বলা হয়।
সতীদাহ একটি অমানবিক প্রথা। এ প্রথা অনুযায়ী কোনো স্বামী মারা গেলে তার চিতায় জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। সহমরণ এবং অনুমরণ এই দুটি উপায়ে তা কার্যকর করা হতো। আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায় লর্ড বেন্টিংকের সজযোগিতায় এ অমানবিক প্রথা উচ্ছেদ করেন।