ওয়ারেন হেস্টিংসের রাজস্ব সংস্কার ।

উত্তর: ওয়ারেন হেস্টিংসের অভ্যন্তরীণ শাসননীতির মূল উদ্দেশ্য ছিলো রাজস্ব আদায়ের সুষ্ঠু ব্যবস্থা প্রবর্তন এবং দেওয়ানি বিচার ব্যবস্থার সংস্কার সাধন করা।

হেস্টিংস ব্রিটিশ ভারতে দ্বৈতশাসন ব্যবস্থা বিলোপ করেন। সুষ্ঠুভাবে রাজস্ব আদায় করার জন্য তিনি রাজকোষ মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন এবং রাজস্ব বোর্ড গঠন করেন। এছাড়াও রাজস্ব আয় বৃদ্ধির জন্য তিনি প্রথমে পাঁচশালা ও পরবর্তীতে একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।

সতীদাহ প্রথা বলতে কি বুঝ?

ফেসবুক পেইজ alviedu.com

Leave a Comment