আত্মপক্ষ সমর্থনের ব্যয় মেটাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে ওয়ারেন হেস্টিংস পদত্যাগ করেছিলেন।
হেস্টিংসের কার্যকালের শেষের দিকে তার বিরুদ্ধে নানা প্রকার দুর্নীতি, অনিয়ম ও অপবাদ প্রকাশ পেতে থাকে। হেস্টিংস ১৭৮৫ সালে পদত্যাগ করে দেশে ফিরে যান। উইলিয়াম পিট ও লর্ড জান্ডাসের চেষ্টার ফলে হেস্টিংসকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করা হয়। ৭ বছর বিচারের পর হেস্টিংস আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে অভিযোগ থেকে মুক্তি পান। আত্মপক্ষ সমর্থনের ব্যয় মেটাতে গিয়ে তিনি সর্বস্বান্ত হন এবং তার ভাতা বন্ধ হয়ে যায়।