সহবাসের পূর্বে যে কাজগুলো করবেন

১। স্বামী ও স্ত্রী দুজনকেই পাক পবিত্র থাকতে হবে।

২। বিসমিল্লাহ বলে সহবাস বা স্বামী স্ত্রীর মিলন শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে।

৩। সহবাসের পূবে সুগন্ধি ব্যবহার করা ,যা আল্লাহর রাসূলের সুন্নাত।

৪। সব ধরনে দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা।

সহবাসের সময় যে কাজগুলো থেকে বিরত থাকবেন:

কেবলামুখী হয়ে সহবাস না করা। একেবারে উলঙ্গ না হওয়া। স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া। উল্টাভাসে স্ত্রী সহবাস না করা। স্ত্রীর জরায়ুর দিকে না তাকানো। ভরা পেটে স্ত্রী সহবাস না করা। সহবাসের সময় স্ত্রীর সঙ্গে বেশি কথা না বলা। ইত্যাদি বিষয়াদি।

স্ত্রী সহবাসের দোয়ার বাংলা অর্থ

Leave a Comment