বিয়ের পর বাসর রাতে স্বামী স্ত্রীর যে বিষয়গুলো মেনে চলতে হবে তা হলো-
১) গোলাপ ফুল দিয়ে স্বামী-স্ত্রী দুজন দুজনাকে বরণ করে নিতে হবে।
২) হানিমনে কোথায় যাবেন তা বাসর রাতেই ঠিক করবেন, সে ক্ষেত্রে স্বামী স্ত্রীকে এটা ঠিক করতে হবে যে সবচেয়ে পৃথিবীর মূল্যবান জায়গা মক্কা মদীনায় যাওয়া এবং ওমরা করার পরিকল্পনা করা।
৩) কোন পক্ষের আত্নীয় স্বজনকে ছোট না করা, গালি না দেওয়া ও তাদের সাথে খারাপ ব্যবহার না করা।
৪) সব ধরনের ছোট খাটো ভুলের জন্য কাউকে তিরস্কার না করা। কাউকে সন্মানের দিক দিয়ে ছোট না করা।
৫) জীবনের প্রথম বাসর রাত ভালোবাসার রাত, স্বামী-স্ত্রীর মিলনের রাত, তাই ভালোবাসা অক্ষুন্ন রাখা উচিত।
৬) স্বামী- স্ত্রী দুজনের জীবনে ঘটে যাওয়া খোশ গল্প করা, যা তোমাদের বাস্তব জীবনে ঘটে থাকে।
৭) নিজের পরিবারের সদস্য কতজন হবে যেমন কয়টা সন্তান নিবেন, ভবিষ্যতের কথা চিন্তা করা বা আলাপ সেরে নেওয়া। তবে বেশি দূর অগ্রসর না হওয়া।
৮) মোহরানা যদি বাকি থাকে সেটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, অল্প দিনের মধ্যেই মোহরানা পরিশোধ করা।
৯) বাসর রাত হলো উত্তম ভালোবাসার রাত। দুজনার সব আকুতি মেশানো ভালোবাসা দিয়ে দুজনাকে জয় করা। কোনো ভাবেই যেন ফজরের নামাজ কাজা না যায় সেদিকে লক্ষ্য রাখা।
মানব জীবনের প্রতিটি পর্বে ইসলামের শিক্ষা রয়েছে। দোলনা থেকে কবর পর্যন্ত সৃষ্ট সমস্যার সমাধান দিয়েছে কোরআন ও হাদিসে। নামাজ, রোজা, হজ্জ, যাজাতের আলোচনার সঙ্গে স্বামী-স্ত্রীর গোপন বিষয়েও কথা বলেছেন নবী মুহাম্মদ (সা.)।