এক উজ্জ্বল ও ব্যস্ত শহরে একজন শিক্ষক থাকতো নাম ডেভিড। তিনি পুরো শহর জুড়ে তার গভীর জ্ঞান ও প্রজ্ঞার জন্য খ্যাত ছিলেন। একদিন স্যার ডেভিড তার ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা দিতে চাইলেন। তাই তিনি সবাইকে ক্লাসরুমে জড়ো হতে ডাকলেন। সবাই জড়ো হলো। তারপর তিনি একটি সহজ কিন্তু মজার প্রশ্ন দিয়ে পাঠ শুরু করলেন।
একটি কাছের গ্লাস তুলে ধরে তিনি জিজ্ঞাসা করলেন “তোমরা কি বলতে পারো এই গ্লাসের ওজন কত?” একজন ছাত্র দ্রুত উত্তর দিল ২০০ গ্রাম।…. আরেকজন বলল ৩০০ গ্রাম… তারপর আরো কয়েকজন বলল, ৩৫০ গ্রাম।…… স্যার ডেভিড হেসে বললেন, চমৎকার ! তোমাদের আগ্রহ আমার ভালো লাগছে। কিন্তু সত্যি বলতে আমি নিজেও এই গ্লাসের সঠিক ওজন জানিনা।… ছাত্ররা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। মনে মনে তারা ভাবলো, তাহলে এই প্রশ্নের উদ্দেশ্য কি?… স্যার আবার বললেন, আচ্ছা বলতো, যদি আমি গ্লাস দুই মিনিট ধরে রাখি তাহলে কি হবে?…
কয়েকজন একসঙ্গে বলল, কিছুই হবে না স্যার ঠিক তাই, স্যার বললেন… আচ্ছা আমি যদি এটি দুই ঘন্টা ধরে ধরে রাখি তবে কি হবে? একজন ছাত্র বলল, আপনার হাত ব্যথা করবে আর পেশিতে টান পড়বে। স্যার বলল ঠিক বলেছ, স্যার মাথা নেড়ে বললেন।,,, এবার বলতো যদি আমি এটাকে একদিন ধরে, ধরে রাখি তবে কি হবে? একজন মেধাবী ছাত্র দ্রুত উত্তর দিল আপনার হাত অবশ হয়ে যাবে। দেহে ভয়ানক চাপ পড়বে। এমনকি আপনাকে হয়তো হাসপাতালে যেতে হতে পারে। স্যার আবার হাসলেন এবং জিজ্ঞাসা করলেন বলতো,গ্লাসের ওজন কি পরিবর্তিত হয়েছে? সবাই একসঙ্গে বলল “না”।
এক মুহূর্ত নীরব থাকার পর অধ্যাপক শেষ প্রশ্নটি করলেন, তাহলে আমি কি করলে এই ব্যথা থেকে মুক্তি পাবো? একজন ছাত্র উৎসাহের সঙ্গে বলল, গ্লাসটা নিচে রেখে দিন স্যার, স্যার….. ধরে রাখবেন না। ঠিক তাই অধ্যাপক উচ্ছ্বাসিত কন্ঠে বললেন,,,,, জীবনের সমস্যাগুলোও একইরকম,,, যদি তুমি কিছুক্ষণ কোন সমস্যা নিয়ে ভাবো, তাহলে তা বড় কিছু মনে হয় না। কিন্তু যদি তা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকো,,, তাহলে তা মাথার উপর ভারী হয়ে বসবে। আর যদি তা পুরো দিন বয়ে নিয়ে বেড়াও তাহলে তুমি পুরোপুরি বিপর্যস্ত আর হতাশ হয়ে পড়বে।,,,, ক্লাসরুম নিস্তব্ধ হয়ে গেল,,,, ছাত্ররা গভীর মনোযোগ দিয়ে তার কথা শুনছিল।
” অধ্যাপক শেষ করলেন ঠিক যেমন গ্লাসের ওজন পরিবর্তন হয়নি, এখনই তোমার সমস্যার জন্য শুধু বেশি চিন্তা করলেই কমবে না। বরং বাস্তব পদক্ষেপ নাও,,, ঠিক যেমন গ্লাসটি নামিয়ে রাখার মতো।