মহানবী সাঃ এর সংক্ষিপ্ত জীবনী

মহানবী সাঃ এর সংক্ষিপ্ত জীবনী,,,মহানবী সাঃ এর সংক্ষিপ্ত জীবনী

আয়েশা (রা.) বলেন, আমি একদিন হাবশিদের খেলা দেখছিলাম। তারা মসজিদের আঙিনায় খেলা করছিল। আমি খেলা দেখে ক্লান্ত না হওয়া পর্যন্ত দেখছিলাম। তখন নবী সা: তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন। (সহিহ বুখারি, হাদিস:৫২৩৬) ইউটিউব চ্যানেল in short

আয়েশা (রা.) ও রাসুলুল্লাহ (সা.) ছিলেন আনন্দ ও বেদনার অংশীদার। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে পুতুল নিয়ে খেলা করতেন।তিনি বলেন, তখন আমার কাছে আমার সঙ্গীরা আসত। তারা রাসুলুল্লাহ (সা.) তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিতেন। (সহিহ মুসলিম, হাদিস: ৬১৮১) in short

আয়েশা রা: এর জীবনী: ফেসবুক পেইজ

একবার আয়েশা (রা.) রাসূল (সা.)-এর সফরসঙ্গী ছিলেন। চলার পথে রাসুল (সা.) আয়েশা (রা.)-কে বললেন, এসো, আমরা দৌড় প্রতিযোগিতা করি। প্রতিযোগিতায় জয়ী হন আয়েশা (রা.)। in short

এর কিছুদিন পর আবার তাঁরা দুজন দৌড় প্রতিযোগিতা করেন। সেদিন রাসূর (সা.) জয়ী হন। রাসূল (সা.) মজা করে বললেন, এটা হলো ওই দিনের প্রতিশোধ। (আবূ দাউদ) in short

আয়েশা (রা.) বলেন, আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম। তারপর আমি যেখানে মুখ রাখতার রাসূলুল্লাহ (সা.) ও সেখানে তাঁর মুখ রাখতেন। অথচ তখন আমি ঝতুমতী ছিলাম। (সুনানে নাসায়ি, হাদিস :৭০) in short

অমৃত সঙ্গে:

নবীজি (সা.) তাঁর জীবনের অন্তিম সময়টুকু আয়েশা (রা.)- এর ঘরে অতিবাহিত করেন। এমনকি তাঁর মত্যুও হয় আয়েশা (রা.))-এর কোলে মাথা রেখে। তিনি বলেন, যখন রাসুলুল্লাহ (সা.)-এর মত্যু ঘনিয়ে এলোও আর তাঁর মাথা আমার রানের ওপর, তখন কিছু সময় তিনি বেহুঁশ। in short

হযরত ঈসা (আ.)- এর অবতরণ 

Leave a Comment