কবি আল মাহমুদের জীবনি

কবি আল মাহমুদের জীবনি…কবি আল মাহমুদের জীবনি সম্পর্কের্ আলোচনা….

আল মাহমুদ ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১১ ই জুলাই ব্রাক্ষণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মির আবদুস শুকুর আল মাহমুদ। তাঁর পিতার নাম আবদুর রব মির ও মাতার নাম রওশন আরা মির। তিনি ব্রাক্ষণবাড়িয়ায় মাধ্যমিক স্তুর পর্যন্ত পড়াশোনা করেন। দির্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক গনকন্ঠ ও দৈনিক কর্র্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। মধ্যবর্তী সময়ে তিনি বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ তেকে অবসরে যান। in short

ইউটিউব চ্যানেল

আধূনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। সেই জগৎ যন্ত্রণাদগ্ধ শহরজীবন দিয়ে নয়-স্নিগ্ধ-শ্যামল, প্রশান্ত গ্রামজীবন নিয়ে। গ্রামীন জীবন ও প্রকৃতির চিরায়তরূপ নিজস্ব কাব্যভাষা ও সংগঠনে শিল্পিত করের তোলেন কবি আল মাহমুদ। তাঁর প্রকাশিত গ্রন্থ হলো কাব্যগ্রন্থ: লোক-লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবি পর্র্দা দুলে উঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, শিশুতোষ, in short

কাব্যগ্রন্থঃ পাখির কাছে ফুলের কাছে, উপন্যাসঃ ডাহুকী, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ইত্যাদি ছোটগল্প: পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সন্মাননায় ভূষিত হন। তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। in short

কবি কাকে বলে?

কবি এমন একজন সৃষ্টিশীল ব্যক্তি, যিনি কাব্যিক ভাষায় অনুভূতি, চিন্তা ও কল্পনাকে প্রকাশ করেন। তাঁর লেখায় সমাজ, প্রকৃতি, প্রেম, জীবন ও দর্শনের প্রতিফলন ঘটে। কবি মানুষের হৃদয় স্পর্শ করেন শব্দের মাধ্যমে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ উল্লেখযোগ্য।

হুমায়ুন এর জীবন কাহিনী।

Leave a Comment