বাংলা ভাষা ভাসি ভাসি মানুষ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে চাকরি ব্যবসা-বাণিজ্য শিক্ষা ও অর্থনৈতিক উদ্দেশ্যে বসবাস করছেন তাদেরকে প্রবাসীবাঙালি বলা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে গণহত্যা শুরু হলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাঙালিরা বিশেষ তৎপর হয়ে ওঠে। এক্ষেত্রে বৃটেনে বসবাসরত প্রবাসী বাঙালিরা অগ্রণী ভূমিকা পালন করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে প্রবাসী বাঙালিরা বিভিন্ন দেশের পার্লামেন্টে সদস্যদের সাথে আলাপ আলোচনা করেছেন। ভারতে আশ্রয় নেওয়া এক কোটি বাঙালি শরণার্থীদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদল প্রেরণ করেছেন।

পাকিস্তানের গণহত্যা বন্ধে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের কাছে আবেদন করেছেন। বিভিন্ন স্থানে মিশন খুলে কূটনৈতিক তৎপরতার চালিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এভাবে ভূমিকা রেখেছিলেন বাহিরে দেশে বসবাসরত সাহসী প্রবাসী বাঙালিরা।

Leave a Comment