আইন নৈতিকতার মধ্যে সম্পর্ক

আইন নৈতিকতার মধ্যে সম্পর্ক …… ,,,,ব্যাখ্যা করা হলো-

রাষ্ট্রীয় আইন ছাড়াও সমাজ ব্যবস্থায় আরো কতগুলো বিধিনিষেধ থাকে যার দ্বারা মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রিত হয়। মানুষের বিবেক বোধ,  ন্যায় নীতি, উচিত অনুচিত এর ধারণা প্রভৃতির ওপর ভিত্তি করে এসব বিধি-বিধানের সৃষ্টি হয়। এদের নৈতিক বিধির বলা হয়। প্রাচীনকালে আইন ও নৈতিকতার মধ্যে তেমন কোন পার্থক্য করা হতো না। প্লেটো অ্যারিস্টটল আমলে আইন সমূহ ব্রিটিশ শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত ছিল।অ্যারিস্টটল বলেছেন সুন্দর জীবনের স্বার্থেই আইন বিদ্যমান থাকে। প্রাচীনকালের চীন ও মিশরের নীতিশাস্ত্রের ভিত্তিতেই আইন রচিত হতো। in short

আইন ও নৈতিকতার মধ্যে সাদৃশ্য মূলক ওবৈ সাদৃশ্য মূলক দুই ধরনের সম্পর্ক বিদ্যমান নিচে আইন ও নৈতিকতার মধ্যকার সাদৃশ্য আলোচনা করা হলো…….আইন ও নৈতিকতা পরস্পর পরিপূরক।  in short

 উৎপত্তিগত সাদৃশ্য রাষ্ট্র বিজ্ঞানীদের মতে, আইন ও নৈতিকতার উৎপত্তিস্থল অভিন্ন। সাধারণত প্রথা, ধর্ম ও ন্যায়বোধ থেকে আইনের উৎপত্তি হয়। তেমনি নৈতিকতার উৎপত্তির মূলেও রয়েছে প্রথা, ধর্ম ও ন্যায়বোধ।  in short

অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যে রাষ্ট্র মূলত একটি নৈতিক প্রতিষ্ঠান। জনগণের কল্যাণ সাধন বিশেষ করে নৈতিক কল্যাণ সাধন করায় এর প্রধান উদ্দেশ্য। রাষ্ট্রের কার্যাবলী নৈতিকতার পরিপন্থী হওয়ার বঞ্চনানিও নয়। বস্তুত আইন ও নৈতিকতা উভয় এক। উভয়ের কল্যাণ সাধন করতে ইচ্ছুক। আইনের উদ্দেশ্য সুনাগরিক সৃষ্টি করে রাষ্ট্রের শান্তি ও নেই নীতি প্রতিষ্ঠা করা। আবার নৈত উদ্দেশ্য সৎ ও ন্যায়বান মানুষ সৃষ্টি করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সার্বিক উন্নতি সাধন এবং নীতিবোধ প্রতিষ্ঠা করা।  in short

বিষয়বস্তুর সাদৃশ্য বিষয়বস্তুর দিক থেকেও আইন ও নৈতিকতার মধ্যে গভীর যোগসূত্র লক্ষ্য করা যায়। উভয়ের ঐ আলোচ্য বিষয় মানুষ ও সমাজ। সমাজ সমাজবদ্ধ মানুষ নিয়েই আইন ও নৈতিকতা আলোচনা করে। আইন ও নৈতিকতা মানুষের ভালো-মন্দ ন্যায়-অন্যায় উচিত অনুচিত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে।  in short

আইনের সফলতার ভিত্তি আইনের সাফল্য নির্ভর করে মূলত নীতিবোধের ওপর। আইন-সামাজিক নীতিবোধের অনুগামী হলে সহজেই জনমতের স্বীকৃতি পায় এবং কার্যকর হয়্।  অধ্যাপক গেটেলের মতে আইন প্রচলিত নীতি বিজ্ঞান থেকে অগ্রবর্তী বা পশ্চাৎপদ হয়ে পড়লে তা বলবৎ করা কঠিন। বস্তুত রাষ্ট্র সমাজের সর্র্বোচ্চ নীতিগুলোকে জনমতো অনুসারে বিধিবদ্ধ আইনে রূপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু সকল নৈতিক বিধিকে আইনের রূপান্তরিত করার প্রচেষ্টা সম্ভব বা সংগত নয়। in short

সমাজের উন্নয়নের সহযোগী ভূমিকা আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলেই সমাজ জীবনে উৎকর্ষ সাধিত হয়। মানুষের নৈতিকতা যদি উচ্চমানের না হয় তাহলে কোন রাষ্ট্রের  আইন উন্নত মানের হতে পারে না। সুতরাং আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। in short

সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন dailystory0.5

Leave a Comment