গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক কেন বলা হয় ?

গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কারণ-গ্রেগর জোহান মেন্ডেল একজন ধর্মযাজক ছিলেন। তিনি তাঁর গির্জার বাগানে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন। এ গবেষণা থেকে তিনি বংশগতিবিদ্যার দুটি সূত্র প্রকাশ করেন। সূত্র দুটি এখনো যথাযথ বলে সর্বজনস্বীকৃত। এ বিশেষ অবদানের কারণেই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।

দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? লক্ষ্য কি? ব্যাখ্যাকর।

কনজুগেশন বলতে কী বুঝ?

বায়োইনফরমেটিক্স কাকে বলে।

Leave a Comment