১৯১২ সালের ১০ই এপ্রিল বিশাল টাইটানিক জাহাজটি সাউথামটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি ১৩১৬ জন যাত্রী এবং ৪৯১ জন নাবিকদল বহন করছিল। সে সময়, এটি কেবলমাত্র সর্ববৃহ জাহাজই ছিল না, বরং এটি ডুবে যাবে না বলে গণ্য করা হত, কারণ এর ছিল ষোলটি ঝলরোধক প্রকোষ্ঠ।
এ জাহাজের মর্মান্তিক ডুবে যাওয়ার ঘটনা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে কারণ এটি তার সর্বপ্রথম সমুদ্রযাত্রায় অনেকগুলো মানুষের প্রাণহানীসহ ডুবে যায়। যাত্রার চারদিন পর যখন টাইটানিক উত্তর আটলান্টিকের বরফপূর্ণ জলঅতিক্রম করছিল,একটি বিরাট তুষার স্তূপ আকস্মিকভাবে দেখা যায়।
বিপদ ঘন্টা বাজানোর পর বিশাল জাহাজটি সংঘর্ষ এড়াতে দ্রুত মোড় ঘুরে। নিচে মৃদু কম্পনের শব্দ হয় এবং ক্যাপটেন নিচে নেমে যায় কি ঘটেছে তা দেখার জন্য। নিচে জাহাজের ক্যাপটেন অনুধাবন করেন যে, টািইটানিক খুব শীঘ্রই ডুবতে চলেছে, কারণ এর ঘোলটির শধ্যে পাঁচটি প্রকোষ্ঠ পানিতে তলিয়ে গিয়েছে।