পরিবেশের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব অত্যন্ত ব্যাপক। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন- জীবিকায় নানা পরিবর্তন ঘটেছে। জলবায়ুজনিত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, স্থায়ী বন্যা, নদ- নদীর ভাঙ্গন মানুষের জীবন ও জীবিকায় পরিবর্তন আনে। বর্ষাকালে দক্ষিণ- -পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন রকমের ফসল ও ফল প্রচুর পরিমাণে জন্মায়। আবার শীতকালে উত্তর- পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়।
ফলে ধান, গম, তামাক এবং নানা জাতের ডাল, তৈলবিজ, গোল আলু, পেঁয়াজ, রসুন, ধনিয়া ইত্যাদি বিভিন্ন রবি শস্য এবং বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা যায়। জলবায়ুর কারণে সৃষ্ট বন্যায় পানিবাহিত পলিমাটি কৃষি ক্ষেত্র গুলোর উর্বরতা বাড়ায়। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। জলবায়ুর পরিবর্তনের কারণে গড় তাপমাত্রা দেশের সর্বত্র বৃদ্ধি পায়। বর্ষা মৌসুমী অধিক বৃষ্টিপাত হয়। আবার বর্ষাকালে দেরিতে আসে। স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাত,ভারী বর্ষণের ফলে ভূমিধস, বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটে।
সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, হিরণ পয়েন্ট, চর চংগা ও কক্সবাজারের উচ্চতা প্রতিবছর গড়ে ৪ মি.মি হতে ৬ মি.মি পর্যন্ত বৃদ্ধি পায়। নদীমাতৃক এ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া নদী বাঁচিয়ে রাখে মানুষের জীবন- জীবিকা ও উৎপাদন। পলি জমে বহু নদী হারিয়ে যাচ্ছে। নদীর অস্তিত্ব হারিয়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে। এছাড়া নদীর ভাঙ্গনে প্রায় চার লাখ বস্তুহারা হয়ে জীবন জীবিকার টানে শহরে আশ্রয় গ্রহণ করেছে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় সাধারণ কৃষক দিনমজুর কাজের আশায় ধন্না দিচ্ছেন শহরে।
এতে পারিবারিক ভাঙ্গন এবং শিশু, বৃদ্ধ ও নারীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পরিবেশের সাথে জীবন-জীবিকার সম্পর্ক খুবই গভীর। জল বায়ুর পরিবর্তন এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে নিশ্চিহ্ন হয়েছে প্রাণী জগতের অনেক প্রাণী, বিলুপ্ত হয়েছে জীবন বৈচিত্র্য, খাদ্য উৎপাদন কমেছে। এতে ক্ষুধা, দারিদ্র বেড়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের পেশা বদলে যাচ্ছে। বহু জেলে জীবিকার টানে শহরে কর্মের খোঁজে ছুটছে।
উপকূলীয় জনগণের জীবিকা কোন না কোন ভাবে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। এসব অঞ্চলের দরিদ্র, অতি দরিদ্র, মধ্যবিত্ত ও ধ্বনি শ্রেণীর মানুষ প্রাকৃতিক সম্পদ যেমন পুকুর, খাল, জমি, বাগান, গাছ, মাছ, ইত্যাদি ঘিরেই চলে তাদের জীবন- জীবিকা। জলবায়ু পরিবর্তনের দুর্যোগের কারণে তাদের জীবনের ভিত্তি হারিয়ে যাচ্ছে।