স্তন্যপায়ী প্রাণী হয় লোমযুক্ত প্রাণী যে প্রাণীগুলোর শরীরে লোম দেখা যায় তাকে স্তন্যপায়ী প্রাণী বলে। এর মধ্যে কুকুর বিড়াল হতে পারে। প্রাণী গুলো হলো- কুকুর, বিড়াল, খরগোশ, গরু এবং মহিসসহ অনেক গৃহপালিত অনেক পশুও হতে পারে। এছাড়া খামারে চাষাবাদকৃত স্তন্যপায়ী প্রাণী ও হতে পারে। আপনারা কি জানেন আমরা যে মানুষ- মানুষ একটা স্তন্যপায়ী।
বাদুর একমাত্র স্তন্যপায়ী যে উড়তে পারে। তাদের শ্রবণ শক্তি এতই ভালো যে তারা অন্ধকারে উড়তে পারে। তারা পোকামাকড়, ইঁদুর কিংবা নরম ফলমূল খেয়ে জীবন ধারণ করে। চিতা বাঘ সবচেয়ে দ্রুততম স্তন্যপায়ী প্রাণী। এক ঘন্টায় ৬০ মাইলের ও বেশি বেগে দৌড়াতে পারে। চিতা অন্যান্য প্রাণীর মাংস খায়।
অধিকাংশ স্তন্যপায়ীর চারপা এবং লেজ আছে। কিন্তু ডলফিন এবং তিমির মত স্তন্যপায়ীদের পায়ের পরিবর্তে ডানা এবং তাড়নি আছে এবং তারা পানিতে বাস করে। ডলফিন পানি থেকে লাফিয়ে উঠতে এবং পানি ছিটিয়ে দিতে পছন্দ করে। তারা মাছের মত খাদ্যের খোঁজে চুষে বেড়ায়। সবচেয়ে বড় তিমি যেমন হামবেঁকে পানি থেকে খাদ্য শাটার জন্য চিরুনির পাতে পরিপূর্ণ মুখ আছে। তারা অধিকাংশ ক্লিল নামক ছোট চিংড়ি খায়।
http://পরিবেশের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব কি?