কুনিয়ত সম্পর্কে 

কুনিয়ত সম্পর্কে আলোচনা করা হলো-হযরত আবূ হুরায়রা রাযি. এর কুনিয়তের ব্যাপারে সকল ঐতিহাসিক একমত । সবাই বলেন যে. আবু হুরায়রা তার কুনিয়ত বা উপনাম। যার অর্থ হলো , বিড়াল ওয়ালা। কিন্তু কেন এই কুনিয়ত? এ প্রশ্নের উত্তরে ঐতিহাসিকদের দারুন মতান্যৈ পরিলক্ষিত হয়। আমরা এখানে শুধু একটি কারণের বর্ণনা উল্লেখ করছি।

এবার হহযরত আব্দুল্লাহ ইবনে রাফে’ রাযি . হযরত আবূ হুরায়রা রাযি. কে জিজ্ঞেস করলেন, আপনাকে আবূ হুরায়রা বলা হয় কেন? তখন হযরত আবূ হুরায়রা রাযি . জাওয়াবে বললেন, আমি একটি বিড়াল পোষতাম। রাতের বেলায় আমি সেই বিড়ালটিকে একটি গাছের ডালে রেখে দিতাম। 

দিনের বেলায় যখন আমি বকরি চড়াতে মাঠে যেতাম, তখন আবার বিড়ালটি সঙ্গে নিয়ে যেতাম। অবসর সময়ে আমি বিড়ালটির সাথে খেলা করতাম। মানুষেরা বিড়ালের সাথে আমার এ অস্বাভাবিক সম্পর্ক  দেখে তারা আমাকে আবূ হুরায়রা(বিড়াল ওয়ালা) বলে ডাকা শুরু করলো। 

বাংলাদেশের ভূমির ওপর জনবসতি বিস্তারের প্রভাব কি?

ভূমিকম্প হওয়ার কারণ  কি?

Leave a Comment