প্রোক্যারিওটিক সেল সেল হলো। যেসব কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদেরকে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না।
এসব কোষে মাইট্রোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গানু থাকে না। তবে রাইবোজোম থাকে।