নৌকায় করে আকাশে ভেসে বেড়ানোর এই দৃশ্য বাংলাদেশের। এভাবেই পানিতে ভাসার বদলে আকাশে উড়ে বেড়াচ্ছে বিস্ময়কর কিছু নৌকা। অত্যাধুনিক এই উড়ন্ত নৌকা দিয়েই এখন আকাশে ওরা স্বাদ নেওয়া যাবে। তাও আবার একদম কম খরচে, নৌকা দিয়েই পাখির চোখে দেখা যাবে পৃথিবীটাকে।
নৌকাটি কিনতে গেলে বাংলাদেশে মুদ্রায় নৌকাটির দাম পড়বে সাইত্রিশ লক্ষ তেইশ হাজার দুশো পঞ্চান্ন টাকা। ইতিমধ্যে বাংলাদেশেও দেখা গিয়েছে এই ধরনের উড়ন্ত নৌকা। যেখানে দেখা গিয়েছে যে একটি বোট প্রথমে পানিতে ভাসতে শুরু করে তারপর সেটি আস্তে আস্তে আকাশে ওড়াল দেওয়া শুরু করে। রাবার দিয়ে বানানো নৌকাটি খুবই দ্রুত পানি থেকে আকাশে উড়তে পারে। আকাশে উড়তে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড।
আকাশে ভ্রমণ করতে ভালোবাসেন এমন মানুষদের জন্য হতে পারে দারুন একটি পরিবহন। কেননা জলাশয় কিংবা সমুদ্রের পানিতে পথ পাড়ি দিতে দিতে আকাশ পথে ঘুরে আসতে পারবেন এই নৌকা দিয়ে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৫০ মাইল। এই ধরনের জানটির ওজন ২১৮ কেজি। যে নৌকাটি দিয়ে অনায়াসে দুই থেকে তিনজন নিয়ে আকাশে উড়ে বেড়াতে পারবে ৬ মিনিট পর্যন্ত।
উড়ন্ত নৌকায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ডিজেল ও মোবেল। এ ধরনের আবিষ্কারে তাজ্জব হয়েছেন অনেকেই। তবে কিছু জন এর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকের মতে এটি বেশ ঝুঁকিপূর্ণ।