সিরিয়ায় সম্রাটের শাহাদাতবরণ

সিরিয়ায় সম্রাটের শাহাদাতবরণ সম্পর্কে। খ্রিস্টানদের পরাজয়ের পর যে দলটি সহায়তা নিয়ে সম্রাট কস্তুনতুনিয়া পুনরুদ্ধার করবেন, সেই দলের এক ব্যক্তি বলে উঠবে- এই যুদ্ধে ত্রুশ – এর বিজয় হয়েছে এবং তারই পুণ্যের বদৈলতে আজ এই মহান বিজয়  সম্ভব হয়েছে। এককথা শোনার সাথে সাথে একজন মুসলিম সেনা তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং বলবে-ত্রুশে নয় ইসলামের বিজয় অর্জিত হয়েছে। ইসলামের বদৌলতেই বিজয় কেতন আজ আমাদের হাতে এসেছে।

দুজনের পরস্পরের বিবাদ ও সংঘর্ষের পরিণতি হবে খুবই ভয়াবহ। প্রত্যেকেই  নিজ জাতি ও ধর্মের লোকদের সহায়তা করার জন্য আহ্বান জানাবে। এতে করে উভয় জাতির মাঝে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ এত ব্যাপক আকার ধারণ করবে যে, একপর্যায়ে মুসলিম সম্রাট খ্রিস্টানদের হাতে শাহাদাত বরণ করবেন। আর সিরিয়ার পূর্ণ কর্তৃত্ব তখন খ্রিস্টানদের হাতে চলে যাবে বিভক্ত ক্রিস্টানদের দুই দল সন্ধির মাধ্যমে পুনরায় এক হয়ে যাবে।

হযরত আলী  (রা.) এর পরিচয়

কিয়ামতের ছোট আলামত কি কি?

কিয়ামতের আলামত 

Leave a Comment