BUET বুয়েট কেন সেরাদের সেরা?

BUET বুয়েট সেরাদের সেরা কারণ- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা  বুয়েট হলো এমন একটি প্রতিষ্ঠান, যার সাফল্য বিশ্বব্যপী , প্রাপ্তি পাহাড়সম! দেশ-বিদেশের বিস্ময়কর সব উদ্ভাবনের গর্বিত অংশীদার বুয়েট। পদ্মা সেতু বঙ্গবন্ধ সেতু, রূপসা সেতু, চট্রগ্রাম বন্দরের সম্প্রসারণসহ বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের মতো অতিকায় ভবনগুলো বুয়েটের কল্যাণেই মাথা তুলে দাড়িয়ে আছে।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রতি বছর সাফল্য অর্জন করে যাচ্ছে বুয়েট। রোবট প্রতিযোগিতায়ও বুয়েটের অংগ্রহণ ও সাফল্য অবাক করার মতো। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী দের মধ্যে সবচেয়ে বিখ্যাত এফ, আর. খান। এই বুয়েটিয়ানের কারণেই পৃথিবী সুউচ্চ দালান নির্মানের কথা ভাবতে পেরেছে। ১ হাজার ৪৫০ ফুট উঁচু এবং ১১০ তলাবিশিষ।ট সিয়ার্স টাওয়ার সোজা আকাশেল বুকে তুলে দেওয়ার সাহস দেখিয়েছিলেন তিনি। তিনি তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৩ টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন, যা বিশ্বে বিরল।

প্রকৌশল জগতের আরেক বিস্ময় প্রয়াত জামিলুর রেজা চৌধুরীও বুয়েটের প্রাক্তন শিক্ষাথী। প্রতিষ্ঠানটিতে তিনি শিক্ষক হিসেবেও কাজ করেছেন।  বুয়েটসহ দেশের সব স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের টিউটর হিসেবে পেতে ভিজিট করুন tutorsheba.com  আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন।tutorsheba ওয়েবসাইটে, অথবা কল করুন  ০৯৬১৩৫৭৫৩৮৮ এই নাম্বারে। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম সেরা অভিনেতা আবুল হায়াত ও তাঁর জামাতা তৌকির আহমেদ।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বুয়েটের স্থাপত্যবিদ্যা বিভাগ থেকে পাশ করেছেন। হলিউডেও রয়েছে বুয়েটিয়ানের পদধূলি। ওয়াহিদ ইবন রেজা রিজ্যুয়াল ইফেক্টের কাজ করেছেন ব্যাটমান বনাম সুপারম্যান ডাউন ওফ জাস্টিস ডক্টর স্ট্রেন্জ, ক্যাপটেইন অ্যামেরিকা সিভিল ওয়ার এর মতো সিনেমাতে। বসুন্ধরা সিটি ,ওয়েস্টিন হোটেলসহ বেশ কয়েকটি বড় বড় প্রকল্পে কাজ করেছেন বুয়েটের স্থাপত্যবিদ মুস্তফা খালিদ পলাশ।

উদ্ভাসের প্রতিষ্ঠাতা এবং রকমারি ডট কম -এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগও বুয়েটের প্রাক্তন ছাত্র। শুধু তা-ই নয়, দেশের প্রথম লবণ পরিশোধনাগারের ডিজাইন করে আলোড়ন সৃষ্টি করেছিল বুয়েটের প্রকৌশলীরা। গুগল, ইন্টেল, মাইক্রোসফটের মতো বিশ্বমানের প্রতিষ্ঠাতা যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তাদের বড় একটা অংশ বুয়েটের অবদান। আমরা সবক্ষেত্রেই বিবেচনা করে দেখতে পাই সব জায়গাই বড় একটি ভূমিকা পালন করে আসছে। এ কারনেই বুয়েটকে সেরাদের সেরা বলা হয়।

( BUET) বুয়েটের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ এর পরিচয় !

BUET বুয়েটের প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহর পরিচয়।

Leave a Comment