পৃথিবীর সবচেয়ে সভ্য ও উন্নত দেশ কানাডা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
গণতান্ত্রিক কাঠামো বিশ্বজুড়ে বহুল প্রশংসিত কানাডা। দেশটির প্রধানমন্ত্রী Justin Trudeau কাতারে এসে সবার সাথে হাত মিলান। সবার সাথে সেলফি তোলেন। তার প্রয়োজন পড়ে না কোন বাড়তি নিরাপত্তার। এভাবেই সভ্যতা অর্জন করেছে কানাডা। ভৌগোলিক দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশে কানাডার অবস্থান। পৃথিবীর সবচাইতে বড় উপকূল রেখাটি অবস্থিত কানাডাতেই। যার দৈর্ঘ্য ২ লক্ষ ৪৩ হাজার ৯৭৭ কিলোমিটার।
কানাডাতে আছে প্রায় তিন মিলিয়ন হ্রদ। এছাড়াও রয়েছে বিশ্বের ২০% পানযোগ্য পানি রয়েছে আর পৃথিবীর প্রায় ৬০% হ্রদ এদেশে রয়েছে। দেশটির রাস্তাগুলোতে গাড়ি চলে ডান পাশে। বাসা বাড়ির ইলেকট্রিসিটির সব সুইস উপরের দিকে অন এবং নিচের দিকে অফ হয়। সেন্ট্রাল এসির পয়েন্ট গুলো সিলিং থাকলেও সেখানেও ল্ফোরে থাকে। মাছের দাম চেয়ে শাকসবজির মূল্য অনেক বেশি।
মুসলিমরা যেখানে পশ্চিম দিকে সেজদা দেয় সেখানে সেখানে কানাডার মুসলমানরা পূর্বদিকে নামাজ আদায় করে। কারণ তাদের জন্য কেবলা পূর্বদিকে। অনেক সভ্য এবং শান্ত একটি দেশ কানাডা। কানাডিয়ানরা ভীষণ রকমের বিনয়ী হয়ে থাকে। বিনয় আর ভদ্রতার জন্য পুরো বিশ্বে তাদের ব্যাপক সুনাম রয়েছে। ভুলবশত কোন কাজ করে ফেললে তারা আপনার কাছে কয়েকবার ক্ষমাপ্রার্থনা করবে।
দুঃখিত এবং সরি না বলা এখানে অভদ্রতা হিসেবে গণ্য করা হয়। 2009 সালে ক্ষমা চাওয়া নিয়ে কানাডায় একটি আইন জারি করা হয়েছিল। সেখানকার শপিংমলে ঢুকছেন যদি দেখেন সামনে আপনার আগে আর একজন ঢুকছে তাহলে তিনি অবশ্যই আপনার জন্য যাতে হাত দিয়ে ধরে রাখবেন। যতক্ষণ না আপনি দরজার কাছে না আসেন। তবে তাদের সিকিউরিটি গার্ড ভাবা যাবে না। কানাডায় কারো শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া আইন ভাঙ্গা সমান।
এর জন্য দুই বছরের সাজাও হতে পারে। শুধুমাত্র ফ্রান্সের অধিবাসেরাই নয় কানাডিয়ানরা দারুন ভাবে ফ্রেন্ডস বলতে পারেন। কানাডায় উচ্চ শিক্ষার হার যেকোনো দেশের উচ্চ শিক্ষার হারের চেয়ে অনেক বেশি। দেশটিতে সাক্ষরতার হার প্রায় ৯৯%। এখানকার ৯০ শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে পড়াশোনা করেন। কানাডায় ১০০০ জন মানুষের জন্য ৪৬৯ টি গাড়ি রয়েছে। অর্থাৎ জনপ্রতি দুইজনে জন্য রয়েছে একটি গাড়ি।
দৃষ্টির বেশিরভাগ লোকে আমেরিকা কানাডার সীমান্তবর্তী এলাকায় বাস করে। কারণ অধিকাংশ এলাকায় ভীষণ রকমের ঠান্ডা পড়ে। দেশটিতে সরকার মানুষের সকল ধরনের মৌলিক চাহিদা পূরণ করে রেখেছেন। সবদিক বিবেচনা করে দেখা যায় কানাডা সবচেয়ে সভ্য ও উন্নত দেশগুলোর মধ্যে একটি।