তরুণ অভিনেতা সোহেল মন্ডল

তরুণ অভিনেতা সোহেল মন্ডল এর সফলতার গল্প।-

পশ্চিমবঙ্গের সম্মানজনক ও তুমুল জনপ্রিয় পুরস্কার  ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড – এর এবারের  আসন করে নিয়েছে বাংলাদেশের তিন তারকা ! জয়া আহসান, তাসনিয়া ফারিন, ও সোহেল মন্ডলের  হাতে উঠেছে তিন তিনটি পুরস্কার। বর্তমানে তরুণ অভিনেতা সোহেল মন্ডলের কথাও বলা যায়।

ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার মায়ার জঞ্জাল সিনেমায় সেরা নবাগত অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। যদিও ভিসা জটিলতায় কলকাতার মর্যাদাপূর্ণ এই আসরে থাকতে পারেননি তিনি।

তাকদীর সিরিজে মন্টু চরিত্রে অভিনয় করে সোহেল মন্ডল দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন। এতে তিনি নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী ভাইছা হয়ে ব্যাপকসারা ফেলেছিলেন। অনেকের মতে, তাকদীরে তিনি চঞ্চল চৌধুরীকে ও ছারিয়ে গিয়েছিলেন। সিনেমা, ওটিটি হোক বা বিজ্ঞাপন, কাজের ব্যাপারে সোহেল মন্ডল বেশ যন্তশীল এবং নিবেদিত।   

সেই নিবেদনের পুরস্কার এখন পাচ্ছেন। একটা সময় কলকাতার অ্যাওয়ার্ড শো গুলোতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেন শুধুই জয়া আহসান। এবার তার সঙ্গে তাসনিয়া ফারিন, ও সোহেল মন্ডলের  মত মানুষের যুক্ত হওয়াও অন্যদেরকে অনুপ্রাণিত করবে।

Leave a Comment