বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর পরিচয়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামমে জন্মগ্রহণ করেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস:
পথের পাঁচালী রচিত হয় (১৯২৯ খ্রি)।এটি তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা। উপন্যাসের প্রধান চরিত্র অপু এবং দুর্গা। উপন্যাসটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়। তার লিখিত আরো কিছু উপন্যাস রয়েছে তা হল- ১.অপরাজিত। ২. ইছামতী। ৩.আরণ্যক। ৪.অশনি সংকেত।
৫. চাদের পাহাড়।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লিখিত প্রবন্ধ: অভিযাত্রিক (ভ্রমণকাহিনী)।