সুলতানি যুগ

বাংলা সাহিত্যে ১৩৫১ থেকে ১৫৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সুলতানি যুগ বলা হয়। পাঠান সুলতানগণ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন। এই সময়ে গৌড়িয় শাহী দরবার বাংলা ভাষা ও সাহিত্যের সাংস্কৃতির স্নায়ুকেন্দ্র রূপে গড়ে ওঠে। 

গৌড়কে কেন্দ্র করে এই সময়ে বাংলা সাহিত্যের বিকাশের গুরুত্ব বিবেচনা করে ড. দীনেশচন্দ্র সেন এই আমলকে গৌড়ীয় যুগ ও বলে অভিহিত করেন। এ সময় গৌড়ের সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহ এর পৃষ্ঠপোষকতায় জৈনুদ্দীন রসুলবিজয় কাব্য এবং আলাউদ্দীন হেসেন শাহের পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিপিলাই মনসাবিজয় কাব্য রচনা করেন। 

তুর্কি যুগ নিয়ে আলোচনা?

চর্যাপদের পদকর্তা কতজন?

চর্যাপদের আবিষ্কার কখন হয়?

Leave a Comment