বিশ্বের প্রথম ছাপাখানা 

বিশ্বের প্রথম ছাপাখানা আবিষ্কার নিয়ে আলোচনা-

১৪৯৮ সালে গোয়ায় উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ( পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র) । ১৭৭৮ খ্রিষ্টাব্দে চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা  করেন। তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়। তার নির্দেশনা অনুযায়ী পঞ্চান্ন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন। 

উইলিয়াম কেরী, জোশুয়া মার্শম্যানের সহযোগে ১৮০০ খ্রিষ্টাব্দে কলকাতার নিকটবর্তী শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। শ্রীরামপুরের মিশনারীরা প্রথম বাংলা মুদ্রণ  এর জন্য স্মরণীয় । ১৮০০ খ্রিষ্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মথী রচিত মিশন সমাচার গ্রন্থটি মুদ্রিত হয়।এটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ। 

১৮৪৭-৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা বার্তাবহ যন্ত্র প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে প্রথম ছাপাখানা। সর্বপ্রথম একজন ইংরেজ আলেকজান্ডার ফারবেখ ঢাকায় ছাপাখানা স্থাপন করেন। ছাপাখানাটির নাম ছিল ঢাকা নিউজ নামে ইংরেজী সংবাদপত্র প্রকাশিত হতো। ১৮৬০ সালে বাংলা প্রেস বা বাংলা যন্ত্র নামে ঢাকায় দ্বিতীয় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। 

অবক্ষয় যুগ সম্পর্কে আলোচনা

বাংলা গদ্যের  উৎপত্তি ও বিকাশ

Mr Beast মিস্টার বিস্ট এর পরিচয়

Leave a Comment