cv সি ভি লেখার নিয়ম. . ruls of cv writing. সিভি এর পূর্ন রূপ Curriculum Vitae . চাকরির আবেদন পত্রে cv অর্থাত জীবন বৃত্তান্ত ব্যবহৃত হয়। এক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলতে হয়।
১. আবেদন করার তারিখ বামপাশে সর্বপ্রথম লিখতে হয়।
২. পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির তারিখ পদের নাম এবং পত্রিকার নাম উল্লেখ করতে হয়।
৩. যে প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে হবে সেই প্রতিষ্ঠান প্রধানকে সম্বোধন করে আবেদন করতে হবে।
৪. আবেদন পত্রের নিচে জীবন -বৃত্তান্ত উল্লেখ করতে হয়।
৫. জীবন বৃত্তান্তে ক্রমানুযায়ী আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ , জাতীয়তা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হয়।
৬.সর্বশেষ আবেদনকারীর স্বাক্ষর দিতে হয়।
৭. জীবন বৃত্তান্ত এক পৃষ্ঠার মধ্যে লিখতে হয়।
৮. আবেদন পত্র নিজের যোগ্যতা সম্পর্কে অতিরিক্ত কথা লিখা যাবে না। অর্থাত আমি এ পদের জন্য যোগ্য এমন কথা লিখা যাবে না। বরং এভাবে লিখতে হবে অতএব আমাকে আমার যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়ার জন্য আপনাকে অনুরোধ করছি” I would therefore repuest you to kindly give me an opportunity to prove my worth.
RanR : সিনেমাপ্রেমী এক ইউটিউবারের গল্প..