ম্যাক ট্রাক দেখতে যেমন সুন্দর ও একে বলা হয় রাস্তার দানব।
৫০০ হর্স পাওয়ারের দৈতাকার এই ট্রাকটি ঘন্টায় ১২০ কিমি গতিতে ৪০ টন পণ্য নিয়ে ছুটতে পারে।ট্রাকটিকে বাইরে থেকে দেখতে যেমন সুন্দর তেমনি ভিতর থেকেও দেখতে অত্যান্ত চমৎকার। ট্রাকের ভেতরে দেখলে মনে হবে এটা একটা ছোট খাটো ঘর। এতে রয়েছে বিছানা, টিভি-ফ্রিজ-মাইক্রোওয়েড, উন্নত এয়ার কন্ডিশণিং এমন কি বাথরুম। এছারা ড্রাইভারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয় বাথরুপ ও শাওয়ার। পশ্চিমা দেশ গুলোতে হরহামেশাই দেখতে পাওয়া যায় বিশালাকার এই ম্যাক ট্রাক।
ম্যাক ট্রাক ব্যবহার করা হয় পণ্য আনা নেওয়ার জন্য। এছাড়া নির্মাণ শিল্পে ও কৃষিকাজেও ব্যবহার করা হয়। সামরিক বাহিনী ও খনিজ সম্পদ আহরণে দুর্গম পথ পারি দিতে সক্ষম ম্যাক ট্রাক। এই ট্রাকের ইন্জিন যেমন শক্তিশালী তেমনি শীততাপ নিয়ন্ত্রিত আরামদায়ক ককপিটও অন্য সব যানের চেয়ে আলাদা বটে। ম্যাক ট্রাকের ভেতরে আরামদায়ক ও ককপিটগুলি বিশালাকার প্রশস্ত যা ভ্রমণের জন্য নিরাপদ। ম্যাক ট্রাকের স্টিয়ারিং হুইলে ও সিট এ আছে আধুনিকতার ছোয়া। ড্রাইভারের প্রয়োজন অনুযায়ী স্টিয়ারিং হুইল ও সিট সাজিয়ে নেওয়া যায়।
ম্যাক ট্রাকগুলিতে রয়েছে টাচস্ক্রিন ডিসপ্লে কন্ট্রোল, রেডিও ,টেলিভিশনসহ অত্যাধুনিক ফিচার রয়েছে। শক্তিশালী এই ট্রাকটি ইতিমধ্যেই তার ১০০ বছর বয়স পার করেছে। ম্যাক ট্রাক প্রথম তৈরি হয় ১৯০০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি শহরে। প্রথম ট্রাকটি বাজারে আসে ১৯০৫ সালে। শক্তিশালী এবং কর্মদক্ষতার কারণে দ্রুত খ্যাতি অর্জন করে ট্রাকটি।
এরিকসন স্কাইক্রেন হেলিকপ্টার যা দেখতে বিশালাকার।
বাজাজ সিএনজি চালিত বাইক কিনুন কম দামে ও কম খরচে।