No Pain No Gain স্বপ্ন পূরণ কর

শুধু স্বপ্ন দেখলেই হয় না। সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য পরিশ্রমও করতে হয়। আর তোর স্বপ্ন যত বড় হবে তোর পরিশ্রমও ঠিক ততটাই করতে হবে। সবকিছু যদি এতই সহজ হতো তাহলে সবাই বিল গেটস,  আম্বানি, ইলন মাছ, হয়ে যাবে। শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য পরিশ্রম ত্যাগ এবং সমস্ত রকমের যন্ত্রণা তোকে সহ্য করতে হবে। আর যখন তুই সেই জিনিসের যোগ্য  হয়ে যাবি দেখবি তখন তোর স্বপ্ন এমনিতেই পূরণ হয়ে যাবে। বাড়ি বসে শুয়ে পড়ে শুধু ভাবলে হবে না যে আমি এইটা করব।

আপনাকে কিছু করতে হবে, কিছু করতে গেলে, কিছু হতে গেলে আগে পদক্ষেপ নিতে হবে কাজ করতে হবে । সেই জিনিসটার পেছনে আপনাকে দৌড়াতে হবে। সফলতা এত সহজে আসে না। সফলতা পেতে গেলে তোকে জেদি হতে হবে, সাহসী হতে হবে নিজের ১০০% মনোবল দিয়ে স্বপ্ন পূরণ করার কাজে লেগে পড়তে হবে। আর স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমের মধ্যে দেখেন। স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমোতে দেয় না। আপনি যদি স্বপ্ন পূরণ না করেন কাল অন্য একজন কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য তোকে লেবার হিসেবে লিখে দেবে। ভয় পেলে চলবে না। একবার হবে না দুইবার হবে না তিনবার হবে না তারপর একদিন হবেই হবে।

লাইফে বড় কিছু করতে গেলে রিক্স আপনাকে নিতেই হবে। যন্ত্রণা আপনাকে সইতেই হবে। ভালো জিনিস কোনদিন তাড়াতাড়ি আসে না। আর অনেক কষ্টের পরে যে জিনিস আসে আর সে জিনিসটা চিরস্থায়ী  থেকে যায়।

নিজের মনে সাহস অর্জন করুন

কখনো হতাশ হবেন না

কখনো হাল ছেড়ো না !Never Give Up

Leave a Comment