Right form of verbs chattogram Board-2019

Man is a social and rational being. He (a)——-(have) freedom of choice, thought and exeression. But everybody should (b)——(consider) that he is not the only person in a society. There (c)—– (be) many persons in the society and they (d)——(have) the same right that one (e)——(expect) from ones society. So, to (f)------- (form) a peaceful society one should be watchful to see that other`s rights are not violated. Every citizen must (g)—- (cultivate) the habit of obeying the rules and regulations of the society. Selfishness (h)—— (not help) the society. Rather it (i)—— (destroy) the peace and happiness of others. So, we all (j)———(think) of the greater interest of the society. (chattogram Board-2019)

(a) has freedom (b) consider (c) are (d) have (e) excepts (f)form (g) cultivate (h) does not help (i) destroys (j) should

Man is a social and rational being. He (a) has freedom of choice.thought and expression.=মানুষ সামাজিক এবং বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। তার পছন্দ, ভাবনা ও অভিব্যাক্তি প্রকাশের স্বাধীনতা রয়েছে।

  • singular subjed+singular verb

But everybody should (b) consider that he is not the only person in a society. কিন্তু প্রত্যেকের অবশ্যই বিবেচনা করা উচিত যে তিনিই সমাজের একমাত্র ব্যক্তি নন।

  • Modal auxiliary ( can. could, shall should, will, would, must ) + v-1

There (c) are many persons in the society=সমাজে অনেক লোক রয়েছে।

  • sub এর পজিশনে There থাকলে Object এর উপর ভিত্তি করে verb বসবে।

and athey (d) have the same right that one (e) excepts from one`s society.এবংমানব সমাজের কাছ থেকে একজন যা প্রত্যাশা করে অন্যদেরও সেই অধিকার আছে।

  • Present indefinite Tense এর subject যদি 3rd person singular number হয় তাহলে verb এর শেষে s,es যোগ হয়।

So, to (f)form a peaceful society one should be watchful to see that others rights are not violated.=তাই একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হলে সতর্কতার সাথে দেখতে হবে যে, অন্যের অধিকার যেন লঙ্ঘিত না হয়।

  • to+v-1

Every citizen must (g) cultivate the habit of obeying the rules and regulations of society.=প্রতিটি নাগরিককে অবশ্যই সমাজের বিধিবিধান মেনে চলার অভ্যাস অনুশীলন করতে হবে।

  • Modal auxiliary ( can, could, shall, should, will, would ,must) +v1

Selfishness (h) does not help the society.স্বার্থপরতা সমাজকে সাহায্য করেনা ।

  • Present indifinite tense কে negativeকরতে হলে, Auxiliary verb না থাকলে do not/ does not

Rather it (i) destroys the peace and happiness of others.=বরং আপরের শান্তি ও সুখকে ধ্বংস করে দেয়।

  • Present indifinite tense এর subjectযদি3rd person singular number হয় তাহলে verb এর শেষে s,es যোগ হয়।

So, we all (j) should think of the greater interest of the society.=তাই আমাদের সকলের উচিত সমাজের বৃহত্তম স্বার্থের কথা চিন্তা করা।

  • কোনো কিছু করা উচিত বোঝাতে Modal auxiliary `should’ ব্যবহৃত হয়।

Right form verbs Rajshahi Board-2019 Answer

Leave a Comment