Safyron এর কাজ কি?

Safyron এর কাজ কি? Safyron এর কাজ কি?

সেফেরন ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে গোপন তথ্য এবং ফুল রিভিউ। সেফেরণ ট্যাবলেট কি কাজ করে, কারা সেবন করবে, কিভাবে সেবন কবে, কতদিন সেবন করতে হয়, ওষুধটির দাম কত ও কোন কোম্পানির ওষুধটি। সেবনে কোকো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন ।  

 সেফেরন হলো ট্যাবলেট জাতীয় ওষুধ।  সেফেরণ ট্যাবলেটের প্রস্তুত ও বাজার জাতকার কোম্পানি হলো বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান স্কায়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। সেফেরন প্রতিপিস ট্যাবলেট এর দাম ৪০ টাকা করে। ট্যাবলেটটি আপনি আপনার নিকটবর্তী যেকোনো ওষুধের ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারেন।

সেফেরন ট্যাবলেট টি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসা গন দিয়ে থাকে। সেফেরন ট্যাবলেট প্রজেস্টেরন এর ঘাটতি রোধে নির্দেশিত। প্রজেস্টেরন  হচ্ছে এমন এক ধরনের যৌন বা সেক্স হরমোন যা রজচক্র , গর্ভধারণ ভ্রণীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসায়নিক দিক থেকে এটি প্রায় ইস্ট্রোজেন গ্রুপের এক ধরনের স্টেরয়েড হরমোন, যা অন্যান্য যৌন হরমোন উৎপাদন প্রক্রিয়ার জাতক হিসেবে উৎপন্ন হয় এবং মস্তিষ্কের নিউরোস্টের হিসেবে ভূমিকা পালন করে।

 যেমন গর্ভাবস্থায় প্রথমদিকে জনিপথে রক্তপাত হয় কিন্তু জরায়ুর মুখ বন্ধ থাকে। এটি অজ্ঞতা এটি গর্ভপাত ঘটবে না মনে কিন্তু এটি তার সম্ভাবনার দিকে নির্দেশ করে । এমন সমস্যার ক্ষেত্রে নির্দেশিত এই সেফেরণ ট্যাবলেটটি। অভ্যাসগত গর্ভপাতকে গর্ভধারনের ২০ সপ্তাহের আগে ধারাবাহিকভাবে তিন বা তার বেশি গর্ভাবস্থায় ক্ষতি হাওয়া থেকে রক্ষা করে। বিসমেনোরিয়া যা পিরিয়ডের ব্যথা যন্ত্রনাদায়ক পিরিয়ড বা মাসিকের ক্রাম নামেও পরিচিত। এটি সাধারণত মাসিক শুরু হওয়ার সময় থেকে শুরু হয়। লক্ষণ গুলি সাধারণত তিন দিনের কম বা স্থায়ী হয়ে থাকে।

সাধারণত পেলভিস বা তলপেটে ব্যথা নিরাময়ের চিকিৎসা নির্দেশিত। অনিয়মিত মাসিক চোপে চিকিৎসা নির্দেশিত িএই সেফিরণ ট্যাবলেটটি।অস্বাভাবিক জরায়ু রক্তপাতের চিকিৎসা নির্দেশিত। সেফেরন ট্যাবলেটটি মহিলাদের বন্ধাতে চিকিৎসায় নির্দেশিত এবং এটি মহিলাদের ডিম স্ফুটন করতে এবং কনসেপ্ট করতে খুব ভাল কাজ করে। এই ট্যাবলেটটি ডিম স্ফুটন করতে এবং  ডিম কে পরিপুষ্ট করতে খুব ভালো কাজ করে থাকে।

এছাড়া মহিলাদের সন্তান ধারনের ক্ষমতা বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত এগুলো হলো ওষুধটির মূল কার্যকারিতা।

BUET বুয়েট কেন সেরাদের সেরা?

Leave a Comment