Thoughts of Billal এর জীবনের গল্প

Thoughts of Billal এর জীবনের গল্প…Thoughts of Billal এর জীবনের গল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক……

বিল্লালের জীবনের গল্পটা নাটকের চেয়েও করুন। অর্থের অভাবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। তবে এখন তার মাসিক ইনকাম ১৫ লাখ টাকা। শুরুতে কফি তৈরির ভিডিও বানাতেন ভালো সাড়া পেয়ে চাকরি ছেড়ে দেন। বর্তমানে ক্যামেরা ম্যানকে লাখটাকা বেতন দেন। শুনতে যটতা সহজ লাগছে বাস্তবতা তার চাইতে অনেক কঠিন। বিল্লাল হোসেনের সফল হওয়ার যাত্রা সম্পর্কে জেনে নেওয়া যাক।…. in short

বিল্লাল শেরপুর জেলার নকলা উপজেলার ছেলে। এখানকার হুজুরিকান্দা গ্রামে তার জন্মগ্রহণ ‍ও বেড়ে ওঠেন। বিল্লালের বাবা মরহুম আবুল কালাম ও মা মোজেদা খাতুন। তিনি এইসএসসি পাস করেছেন চন্দ্রকুনা ডিগ্রি কলেজ থেকে। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স শুরু করেছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে কড়াশোনা এগিয়ে নিতে পারেননি। বিল্লালের ইচ্ছা ছিল গণিত শিক্ষক হবেন। তবে সেই স্বপ্ন অধরা রেখে কর্মজীবনে নামতে হয়। কারণ পরিবারের হাল ধরা জরুরি হয়ে পড়েছিল। বিল্লাল হোসেনের বয়স তখন ২১ । কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অর্জন বলতে আছে এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট। কিন্তু চাকরির জন্য দরকার দক্ষতা। in short

তখন বিল্লালের সঙ্গে একজনের পরিচয় হয়। যিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ২৭০ কোটি টাকার একটা প্রজেক্টের দায়িত্বে ছিলেন। তার কাছে বিল্লাল চাকরি না চেয়ে কিভাবে চাকরি পাবেন সে পরামর্শ চেয়েছিলেন। সেই ভদ্রলোক বিল্লালকে হোটেল ইন্ড্রাস্টিতে চেষ্টা করে দেখতে বলেছিল। তখনথেকেই তার জীবন শুরু হয়। বিল্লাল হোটেল ম্যানেজমেন্টের বেসিক কোর্স করেন।তারপর ইন্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট অফ হোটেলে ম্যানেজমেন্ট এন্ড হসপিটালিটি তথা আই এইচএমএইচ থেকে হোটেল ম্যানেজমেন্টে আরপিএল লেভেল ওয়ান কমপ্লিট করে। তারপর তিনি বাংলাদেশের বৃহৎ পাচ তারকা হোটেল রয়েল টিউলিপমি পার্ল ধেতে ইন্টার্ন শেষ করেন। in short

চাকরিতে ডুকে তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে কন্টেন্ট বানানো শুরু করেরন। তারপর তিনি ছন্দের কবিতা বা গল্প বলে কন্টেন্ট বানাতে বানাতে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। ধীরে ধীরে তার ইনকাম শুরু হয় । তারপর তিনি চাকরি ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন বেছে নেন। বর্তমানে তার মাসিক ইনকাম ১৫ লাখ টাকা। in short

আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন http://@dailystory0.5

ভারত ও পাকিস্তানের শক্তির দিক দিয়ে কে বেশি শক্তিশালী…..

Leave a Comment