অজু ভঙ্গের কারণ 

অজু ভঙ্গের কারণ ৭ টি। 

১। পায়খানা -পেশাবের রাস্তা দিয়া কোন কিছু বাহির হওয়া। 

২। মুখ ভরিয়া বমি হওয়া। 

৩। থুথুর সঙ্গে রক্তের ভাগ বেশি হওয়া। 

৪। শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুঁজ , পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। 

৫। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। 

৬। পাগল , মাতাল ও অচেতন হইলে। 

৭। নামাযে উচ্চস্বরে হাসিলে। 

মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্ম ও শৈশব

হযরত আবূ হুরায়রা রাযি. এর জীবনি

হযরত আলী  (রা.) এর পরিচয়

Leave a Comment