পশ্চিমবঙ্গের সম্মানজনক ও তুমুল জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড – এর এবারের আসন করে নিয়েছে বাংলাদেশের তিন তারকা ! জয়া আহসান, তাসনিয়া ফারিন, ও সোহেল মন্ডলের হাতে উঠেছে তিন তিনটি পুরস্কার। টলিউড সিনেমা অর্ধাঙ্গিনীতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া!
অনেকেই বলে থাকেন, পশ্চিমবঙ্গ হল জয়া আহসানের সেকেন্ড হোম ! দুই বাংলাতে তার মত জনপ্রিয় অভিনেত্রী দ্বিতীয়টি নেই।
২০১৩ সালে আবর্ত দিয়ে কলকাতার সিনেমায় অভিনয় শুরু হয়েছিল জয়াহাসানের । এরপর ভুতের গল্প, রাজকাহিনী, ঈগলের চোখ, ভালোবাসার গল্প, এবং বিসর্জন থেকে শুরু করে হালের দশম অবতার ও ভূতপরী’- প্রত্যেকটি সিনেমায় মুখ্য চরিত্রে পাওয়া গিয়েছে জয়াকে। বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় থাকা জয়া আহসানের জন্য টার্নিং পয়েন্ট ছিল ২০১১ সাল। সে বছর তিনি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলা সিনেমায় অভিনয় করেন।
এর মাধ্যমেই তিনি কলকাতার নির্মাতা প্রযোজকদের নজরে আসেন, শুরু করেন একের পর এক কাজ। টলিউডের বিসর্জন সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশী হিসেবে জয়া আহসান ফিল্মফেয়ার এওয়ার পেয়েছিলেন। এরপর সেখানকার অ্যাওয়ার্ড শো গুলোতে তার উপস্থিতি শুধুই বেড়েছে। অভিনয়ে জয়ার অর্জনের ঝুলিতে এসেছে দুই বাংলার অনেক পুরস্কার। তিনি এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুইবার বাসসাস পুরস্কার, সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার. চারবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলি সিনে পুরস্কার অর্জন করেছেন। এছাড়া বহুবার মনোনয়ন পেয়েছেন।