অভিনেত্রী মেহের আফরোজ শাওন

অভিনেত্রী মেহের আফরোজ শাওন এর পরিচয়

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ১৯৮১ সালের ১২ অক্টোবর জামালপুর জেলায় জন্মগ্রহন করেন। মেহের আফরোজা শাওন এর বাবা ইঞ্জিনিয়ার এবং মা তোহুর আলী সাবেক সাংসদ হলেও শিল্পের প্রতি শাওনের এক অন্যরকমের ভালোবাসা ছিলো। ছোটবেলা থেকেই নাচ গান এবং অভিনয় এই তিন বিভাগেই তার ছিলো পদচারণা্। শাওনের মিডিয়াতে পথ চলা শুরু নৃৃত্যশিল্পী হিসেবে বিটিভিতে প্রদর্শিত নতুন ২০ অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে বিজয়ী হন। in short

মেহের আফরোজ শাওন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ থেকে। এর পর পড়াশোনায় একটি দীর্ঘর্ বিরতি নিয়ে তিনি আবারো ফিরে আসেন স্নাতক সম্পন্ন করতে ইউনিভার্র্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে স্নাতক সম্পন্ন করেন স্থাপত্য প্রকৌশল বিভাগ নিয়ে। in short

শাওনের অভিনয় জীবন শুরু হয় ১৯৯৬ সালে হুমায়ুন আহম্মেদের ধারাবাহিক নাটক নক্ষত্রের রাত দিয়ে। তার পর দর্শকের উপহার দিতে থাকেন একের পর এক জনপ্রিয় সব নাটক্ ১৯৯৯ সালে আজ রবিবার নাটকে তিতলি চরিত্র তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ।এরপর হুমায়ুন আহমেদের সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড,উড়ে যায় বকপক্ষী এসব নাটকে অভিনয় করে শাওন হয়ে হয়েন সেই সময়ের অন্যতম জনপ্রিয় মুখ। শাওন চলচ্চিত্রের নাম লেখান শ্রাবণ মেষের দিন সিনেমার মধ্য দিয়ে। in short

শাওন তার ক্যারিয়ার জুড়েই ছিলো হুমায়ুন আহমেদের কাজের ছাপ সবজি অঙ্গনের শাওন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ২০০৪ সালে। সে বছর শাওন বিয়ে করেন প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদকে। ভক্তরা হুমায়ুন আহমেদের প্রথম বিয়ে বিচ্ছেদের জন্য দোষ দিতে থাকেন শাওনকে।সময়ের ব্যবধানে শাওন নিজেকে একজন শক্তিশালী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেন। হুমায়ুন আহমেদ ও শাওন দম্পতির ঘরে আসে দুজন পুত্র সন্তান। তাদের নাম নিশাদ হুমায়ুন,নিনিত হুমায়ুন।

চাচা হেনা কোথায় বাপ্পারাজের ভাইরাল মুভি সম্পর্কে

Leave a Comment