অ্যাজমা রোগের প্রতিকার

অ্যাজমা রোগের প্রতিরোধ ও প্রতিকার । চিকিতসায় এ রোগ সম্পূর্ণ নিরাময় হয় না। তবে ঔষধ সেবনে রোগী কিছুটা আরাম বোধ করে। যেসব খাদ্য খেলে শ্বাসকষ্ট বেড়ে যায়, সেগুলো না খাওয়া। আলো –বাতাসপূর্ণ গৃহে বসবাস করা। যেসব জিনিসের সংস্পর্শ হাঁপানি বাড়ায় তা ব্যবহার করা থেকে বিরত থাকা। যেমন- পশুর লোম, কৃত্রিম আশ ইত্যাদি । ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিতসা নেওয়া ও সাবধানতা অবলম্বন করা। ধূমপান , গুল , সাদা পাতা, জর্দা ইত্যাদি ব্যবহার পরিহার করা। শ্বাসকষ্টের সময় রোগীকে তরল খাদ্য খাওয়ানো।

Leave a Comment