উইন্সটন চারসিল এর গল্প।

 উইন্সটন চারসিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধিকাংশ সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তার বক্তৃতার  জন্য  এবং যখন কোন জিনিস খারাপ অবস্থায় চলে যেতো তখনো ভেঙ্গে না পড়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন। একসময় তিনি ছিলেন বৃটেনের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। সারা বিশ্বের মানুষ উইস্নটন চারসিলের নাম জানে।উইন্সটন চারসিল ১৮৭৪ সালে জন্মগ্রহণ করেন।

তিনি দুটি বিশ্বযুদ্ধের সময় জীবিত ছিলেন। তিনি প্রথম গাড়ি, প্রথম উড়োজাহাজ এবং প্রথম মহাশূন্যের নভোচারী দেখেছেন। তিনি ছিলেন ১৯৫৮ সালের রানী দ্বিতীয়এলিজাবেথের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি৬০ বছরের অধিক সময় এমপি ছিলেন। মানুষ চারসিলকে যুদ্ধের নেতা হিসেবে স্মরণ করে কিন্তু তিনি তার দুঃখ সাহসিক কর্মের দীর্ঘ জীবনে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজুও করেছেন। উইন্সটন চারসিল ইতিহাস ভালোবাসতেন এবং তার জীবদ্দশায় তিনি ইতিহাস রচনা করেছেন।১৯৫৩ সালে রানী  দ্বিতীয় এলিজাবেথ রানী হিসেবে অভিষিক্ত হলেন।

চারসিল স্যার উইন্সটন চারসিল হলেন। তার ইতিহাস বইয়ের জন্য তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯৫৫ সালে তিনি  প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করেন। কিন্তু তিনি ১৯৬৪ সাল পর্যন্ত এমপি ছিলেন। যদিও তিনি বৃদ্ধ এবং প্রায়ই অসুস্থ ছিলেন তবুও তিনি ছবি আঁকা পছন্দ করতেন।চারসিল১৯৬৫সালের ২৪ শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। বহু বিশ্ব নেতা তার  রাষ্ট্রীয় অন্তুষ্টিক্রিয়ায় যোগদান করেছিলেন।

নেলসন ম্যান্ডেলার পরিচয়।

শহীদুল্লাহ কায়সার এর ঘটনা।

ড. জাকির নায়েকের পরিচয়

Leave a Comment