এস কে এম (SKM) হলো, জুতো তৈরির কারখানা। সাইফুল ইসলাম নিজে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। চামড়ার সাথে তাঁর আলাদা পরিচয় আছে। বাংলাদেশের জুতার তুলনায় চামড়ার দাম একেবারেই কম। চামড়া এবং জুতার দামের মাঝে ফারাকটা কমিয়ে আনার চেষ্টাই করে যাচ্ছেন সাইফুল ইসলাম। মাত্র ৮ হাজার টাকা নিয়ে এই উদ্যোক্তার জুতার ব্যবসার পথচলা শুরু হয়। বর্তমানে সেখানে বিনিয়োগের পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। সাইফুল ইসলামের কারখানায়বহু শ্রমিক কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন।
এছাড়া তার তৈরি পণ্য নিয়ে কাজ করছেন শতাধিক আলেম। প্রত্যেক মাসে তার কারখানা থেকে ২০ থেকে ৩০ লাখ টাকার জুতো বিক্রি হয়। সারা দেশের প্রায় প্রত্যেক জেলায় এবং উপজেলায় এখন এস কে এম- এর ডিলার রয়েছে। তবে তারা আলেম বা দ্বীনদার মানুষ ছাড়া ডিলার নিয়োগ দেন না। প্রসিদ্ধ আলেম শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এবং মাওলানা সাইফুল্লাহ সহ শীর্ষ পর্যায়ের আলেমরা এস কে এম এর কার্যক্রম সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন। পরামর্শ দিয়েছেন সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে এগিয়ে যাওয়ার।
মুফতি সাইফুল ইসলামের বাড়ি ফরিদপুরে। তিনি ভাঙ্গা উপজেলায় আলগীর শুখনী গ্রামে মরহুম সোহরাব মাতুব্বারের ছেলে। তিনি পড়ালেখা করতেন গোপালগঞ্জ এর জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) এবং ইফতা সম্পন্ন করেন। এরপর মানিকগঞ্জ জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা তিন বছর শিক্ষকতা করেছেন। সাইফুল ইসলাম ছোটবেলা থেকেই প্রচন্ড পরিশ্রমী ও মেধাবী। মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষকদের নানাভাবে সহায়তা করার জন্য তিনি গঠন করেছিলেন ‘গোরাবা ফান্ড ’ দেশের বিভিন্ন জায়গা থেকে এই ফান্ডে মানুষজন টাকা পাঠাতো। সেই টাকা দিয়েই দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতা করতেন এই আলেম। বর্তমানে তিনি একজন সফল উদ্যোগতা।
সেনা অফিসার মেজর ডালিমের পরিচয়