কাবা শরীফের দেওয়ালে ফাঁটল কেন?

পবিত্র কাবা শরীফের দেয়ালে যে ফাটা দাগ আছে সেই দাগটা মিটানোর জন্য সৌদি সরকার বিভিন্ন রকমের উন্নত মানের কেমিক্যাল এনেছিলেন। সারা দুনিয়াতে সবচাইতে বড় বড় ইঞ্জিনিয়ারদের কে একত্রিত করেছিলেন। তাদেরকে বলেছিলেন যত অর্থই খরচ হোক কিন্তু এই ফাটলের দাগটা মিটাতে হবে।

ইঞ্জিনিয়াররা সারাদিন বহু পরিশ্রম করে কাবা শরীফের ওয়ালে সেই কেমিক্যাল লাগায়। তারপর পরের দিন এসে দেখে কাবা শরীফের দেওয়ালের ফাটলের দাগ আগের মতই রয়ে গেছে। ইঞ্জিনিয়াররা বারবার এই ঘটনা  দেখে পেরেশানি হয়ে গেল আর শেষমেষ তারা সৌদি গভমেন্ট কে জিজ্ঞেস করল, আসলে এই ফাটলের রহস্য কি?

তখন বলল ১৪০০ বছর আগে কুরাইশ বংশের এক খাতুন বিবি কাবা শরীফের কাছে এসেছিলেন। তখন কাবা শরীফ দেওয়াল ফাকা করে তার ভিতরে যাওয়ার রাস্তা দিয়েছিল। ইঞ্জিনিয়ারগন এই কথা বলে সেখান থেকে চলে যান। যে মানুষকে আল্লাহর স্বয়ং রাস্তা দেখান সেই রাস্তা কখনো দুনিয়ার মানুষ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। 

আপনি যদি সেই খাতের নাম জেনে থাকেন নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।

 কাবা শরীফের দিকে পা রেখে ঘুমালে কি হবে?

ইয়াজুজ- মাজুজের ধ্বংসলীলা

 ভারতের উপর কেন এতটা খুব্ধ, প্রতিবেশি দেশগুলো?

Leave a Comment