চারটি আমলে রিজিক বাড়ে…চারটি আমলে রিজিক বাড়ে
*** আল্লাহ তায়ালা পরম করুণাময় ও অসীম দয়ালু *** তিনি বান্দার হক পালন করে থাকেন*** বান্দাকে সঠিক পথ দেখানোর জন্য তার আমলগুলো পালন করতে বলেন….চারটি কাজে আল্লাহতায়ালা বান্দার রিজিক বাড়িয়ে দেয়। ….তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া কবুল হলো না। (বুখারি৬৩৪০)
যে চারটি কাজ করলে রিজিক বাড়ে:
১। রাত জেগে তাহাজ্জুত পড়া।
২। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া।
৩। প্রতিদিন দান-সাদাকাহ করা।
৪। দিনের শুরুতে ও শেষে আল্লাহর যিকির করা।****ইমাম ইবনুল কাইয্যুম (রাহি:) [যাদুল মাআদ, ৪/৩৭৮]***
রাসুলুল্লাহ (সা:) ফজরের নামাজ পড়ে সালাম ফিরয়ে বলতেন- উচ্চারণ: ““““আল্লাহুম্মা ইন্নি আসআলূকা ইলমান আফিআ ওয়া রিযকান তায়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা।”””””
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাুেছ উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম-পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্ম তাতপরতা কামনা করছি।’ ( ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)
যে আমলে রিজিক বাড়ে, তা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওবা। নিয়মিত নফল নামাজ, দান, ও ইস্তেগফার করা রিজিক বৃদ্ধির জন্য কার্যকরী। আল্লাহ বলেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আমি তার রিজিক বৃদ্ধি করব।” (সুরা তাগাবুন, ৬) এছাড়া, মায়ের প্রতি ভাল ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এবং শোকর করা ও সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রিজিক বাড়ানোর উপায় রয়েছে।