G-mail জিমেইলের  পাসওয়ার্ড পরিবর্তন

জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জেনে নিন।

জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমত আপনাকে প্রবেশ করতে হবে জিমেইল অ্যাপসে। তার পর দেখতে পারবেন আপনার প্রোফাইল এর আইকন রয়েছে সেই আইকন এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তার পর দেখতে পাবেন হোম, পারসোনাল ইনফরমেশন,ডেট এ্যান্ড পলিসি, সিকিউরিটি।

আরমা এই সিকিউরিটিতে ক্লিক করব।সিকিউরিটিতে আসার পর আপনাকে স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে তার পর দেখতে পাবেন পাসওয়ার্ড অপশন আছে সেখানে ক্লিক করতে হবে । ক্লিক করার পর দেখবেন আপনার পূবের পাসওয়ার্ড চাবে সেখানে আপনার পুরাতন পাসওয়ার্ড বসাবেন তারপর নেক্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে নিউ পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে।

আপনি আপনার নতুন পাসওয়ার্ড  বসাবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড এর ঐখানে আবারো আপনার নতুন পাসওয়ার্ড বসাবেন। এ ব্যাপারে খেয়াল রাখতে হবে আপনার পাসওয়ার্ড স্টং হতে হবে তা না হলে আপনার পাসওয়ার্ড নিবে না। তাই আপনাকে স্টং পাসওয়ার্ড দিতে হবে । স্টং পাসওয়ার্ড দেখার পর নিচের দিকে দেখতে পাবেন চেন্জ পাসওয়ার্ড সে খানে ক্লিক করতে হবে। তারপর আপনারা দেখবেন আপনার পাসওয়ার্ড চেন্জ হয়ে গেছে।

Leave a Comment