হযরত আবু হুরায়রা রাযি. তিন বছর থেকে কিছু দিন বেশি সময় আসহাবে সুফফার মধ্যে ছিলেন। তিনি সেই পবিত্র জামাতের একজন প্রসিদ্ধ সদস্য ছিলেন। দরসে নববীর েএকজন দরবেশ তালিবে ইলম ছিলেন। আসহাবে সুফফার সকল সদস্যের ন্যায় হযরত আবূ হুরায়রা রাযি. ও সে সময়ে নেহাত কষ্ট সয়েছেন। তাঁর তালেবে ইলমী যিন্দেগীতে সয়ে যাওয়া মুসিবতের দাস্তান অনেক লম্বা। ব্যথ্যা-বেদনা কত ঘটনা যে ঘটেছে, এর কোনো ইয়ত্যা নেই। এক কথায় সে সময়টাতে তিনি মুসিবতের পাহাড় বেয়ে, দুঃখের সাতরিয়ে কষ্টের ছিটমহলে ছিলেন।
তবুও দরবারে রেসালাতে সর্বক্ষণ। কিছুতেই যেন শান্তি নেই, একমাত্র দরসে নববীই যেন তাঁর প্রশান্তের জায়গা। তিনি উপস্থিত থাকতেন, নিজেই বলেন, আমার অবস্থা তো ছিল এমন যে, কোনভাবে আমার পেটে কিছু পড়লেই আমি সাথে সাথে নবীজির দরবারে হাজির হয়ে যেতাম। আমি কখনো খামিরা দিয়ে তৈরিকৃত রুটি খাইনি। কখনো উত্তম পোশাক পড়িনি। আমার কোন খাদেম ছিল না। কোন কোন সময় যখন ক্ষুধা খুব বেশি লাগতো, খাবার পেতাম না, তখন কোন সাথীকে বলতাম, কুরআনের একটি আয়াত শোনাও। অথচ আমি কিন্তু সেই আয়াত জানি। তাকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হতো, সে আমার দিকে চেয়ে হয়তো খাবার দিবে।
একদিনের ঘটনা। তিনি খুব ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে মসজিদে আসলেন। মসজিদে কয়েক জন লোক পেল। তারা জিজ্ঞেস করল,আবূ হুরায়রা! তুমি এ সময় মসজিদে আসার কারণ কি? তিনি জবাব দিলেন, ভাই! ক্ষুধার তাড়নায় মসজিদে এসেছি। সঙ্গে সঙ্গে তারাও বলে উঠলো, আল্লাহর কসম! আমরাও ক্ষুধার তাড়নায় মসজিদে এসেছি। যখন তারা সকলে নবীজির খেদমতে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী সকলে রওনা দিলেন।
সকলে নবীজির খেদমতে হাজির হওয়ার পর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ সময় তোমরা কেন এসেছ? তারা বললেন, ইয়া রাসুল আল্লাহ। ক্ষুধার তাড়নায় আমরা এসেছি। তখন নবীজি একটা তাবাক খেজুর আনলেন, তাদের প্রত্যেককে দুইটা করে খেজুর দিলেন, আর বললেন, এই দুই খেজুরে আজ সারাদিনের জন্য তোমাদের যথেষ্ট হবে। সকলের সাথে আবু হুরায়রা রাযি. ও দুইটা খেজুর হাতে নিলেন।
তিনি একটা খেজুর খেলেন এবং একটা পকেটে রেখে দিলেন। নবীজি বিষয়টি দেখে বললেন, আবূ হুরায়রা!তুমি একটা খেজুর রাখলে কেন? তিনি বললেন, ইয়া রাসুল আল্লাহ। এটা আমার মায়ের জন্য রেখেছি। নবীজি বললেন, তুমি এটা খেয়ে নাও। তোমার মায়ের জন্য আরো দুইটি দিচ্ছি। আবু হুরায়রা রাযি. নবীজির কথামতো অপর খেজুরটা খেলেন। তার মায়ের জন্য নবীজি আরও দুইটা খেজুর দিলেন।