নারী ও শিশু নির্যাতন আইন ধরা হয় ২০,০০সালকে। এ আইনে বলা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি পতিতাবৃত্তি বা বেআইনি বা নীতি গর্হিত কোনো কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে কোনো নারী ও শিশুকে বিদেশ থেকে আনয়ন করেন বা বিদেশে পাচার বা প্রেরণ করেন অথবা ক্রয় বা বিক্রয় করেন বা অনুরূপ কোনো উদ্দেশ্যে কোনো নারী ও শিশুকে তার দখলে, হেফাজতে রাখেন তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড বা অনধিক ২০ বছর কিংবা ১০ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হবেন।
এর অতিরিক্ত অর্থদন্ডেও দন্ডিত হবেন। এ ছাড়াও নারী ও শিশু অপহরণের শাস্তি, মুক্তিপন আদায়ের শাস্তি, ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, যৌনপীড়ন, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি কারণেও শাস্তি আছে।